মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫, ১০:৪৮:০১

হারলেই খেলা ভালো হয়নি, এটি দুনিয়ার বাজে মনোভাব: উপাচার্য অধ্যাপক ড. সালেহ হাসান নকীব

হারলেই খেলা ভালো হয়নি, এটি দুনিয়ার বাজে মনোভাব: উপাচার্য অধ্যাপক ড. সালেহ হাসান নকীব

এমটিনিউজ২৪ ডেস্ক : এবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য অধ্যাপক ড. সালেহ হাসান নকীব বলেছেন, বর্তমানে এক ধরনের প্রবণতা দেখা দিয়েছে— হারলেই খেলা ভালো হয়নি। আমার কাছে মনে হয়, এটি দুনিয়ার সবচেয়ে বাজে মনোভাব। সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে ‘রাকসু কী এবং কেন’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

ড. সালেহ হাসান নকীব বলেন, প্রায় ৩৫ বছর পর আমরা রাকসু নির্বাচন নিয়ে কাজ করছি। এ পর্যায়ে পৌঁছানো সহজ ছিল না। বিভিন্ন দাবিদাওয়া, বাধা ও প্রতিবন্ধকতা অতিক্রম করে আমরা আজকের অবস্থানে এসেছি। সবার সহযোগিতা পেলে আগামী ২৫ সেপ্টেম্বর সুন্দর পরিবেশে রাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশা করছি। আমাদের মূল দায়িত্ব হলো শিক্ষার্থীদের জন্য একটি লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা এবং সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করা।

তিনি আরও বলেন, এ নির্বাচনে কে জিতবে বা হারবে— তা আমাদের দেখার বিষয় নয়। আমরা চাই, শিক্ষার্থীরা যেন নির্ভয়ে তাদের মতপ্রকাশ করতে পারে এবং ভোট দিতে পারে। প্রার্থীদের কাছে অনুরোধ থাকবে, নির্বাচনের আচরণবিধি মেনে চলবেন। জিততে হলে হারতেও শেখা লাগে। কিন্তু আমাদের জাতীয় প্রবণতা হলো, যে হারে সে নানা অভিযোগ তুলে পরিবেশ নষ্ট করে। হারলেই খেলা ভালো হয়নি— এমন মানসিকতার চেয়ে বাজে মনোভাব আর কিছু নেই।

গুজব প্রসঙ্গে উপাচার্য বলেন, অনেকে নানা ধরনের গুজব ছড়াচ্ছে, অমুক কারসাজি করছে, তমুক কারসাজি করছে। আমি স্পষ্ট করে বলতে চাই, প্রশাসন বা নির্বাচন কমিশনের কেউই কোনো ধরনের কারসাজির সঙ্গে যুক্ত নয়। সারাজীবনে আমি কোনো কারসাজি করিনি, ভবিষ্যতেও করার কোনো ইচ্ছা নেই।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে