মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫, ১২:১০:৩২

মাসে কত মুনাফা মিলবে ইসলামী ব্যাংকে ১ লক্ষ টাকা জমা রাখলে? তাহলে জানুন

মাসে কত মুনাফা মিলবে ইসলামী ব্যাংকে ১ লক্ষ টাকা জমা রাখলে? তাহলে জানুন

২০২৫ সালের জানুয়ারি থেকে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ক্যাশ ডিপোজিট রাখার ক্ষেত্রে নতুন মুনাফার হার প্রকাশ করেছে। যারা নিরাপদ ও শরিয়াহভিত্তিক নিয়মে মুনাফা পেতে চান, তাদের জন্য এটি একটি আদর্শ বিকল্প হতে পারে। হালনাগাদ এই মুনাফার হার বিভিন্ন মেয়াদে ডিপোজিট করা গ্রাহকদের জন্য প্রযোজ্য।ব্যাংক ঋণসেভিংস অ্যাকাউন্ট

মেয়াদী মুদারাবা টার্ম ডিপোজিট (এফডিআর) স্কিম:

এই স্কিমটি ৩ মাস, ৬ মাস, ১ বছর, ২ বছর ও সর্বোচ্চ ৩ বছরের জন্য প্রযোজ্য।সেভিংস অ্যাকাউন্ট

১ মাস মেয়াদে মুনাফার হার: ৬%
১ লক্ষ টাকা রাখলে মাসিক মুনাফা: ৳৫০০
টিআইএন না থাকলে উৎসে কর (১৫%) কেটে ৳৪২৫
৩ মাস মেয়াদে আনুমানিক মোট মুনাফা: ৳২,১২৫
৬ মাস মেয়াদে আনুমানিক মোট মুনাফা: ৳৪,৩৭৮
১ বছর মেয়াদে আনুমানিক মোট মুনাফা: ৳৮,৯২৫
দ্রষ্টব্য: মেয়াদ পূর্ণ হওয়ার আগে এফডিআর ভাঙলে কোনো মুনাফা দেওয়া হয় না।

মুদারাবা মান্থলি প্রফিট ডিপোজিট স্কিম (MMDS)

এই স্কিমে প্রতি মাসে মুনাফা বিতরণ করা হয়। মেয়াদ: সর্বনিম্ন ৩ বছর, সর্বোচ্চ ৫ বছর।সেভিংস অ্যাকাউন্ট

৩ বছর মেয়াদে মুনাফার হার: ১১%
১ লক্ষ টাকা জমায় মাসিক মুনাফা: ৳৯১৬
উৎসে কর বাদ দিয়ে নিট মুনাফা: ৳৭৭৯
৫ বছর মেয়াদে মুনাফার হার: ১২%
মাসিক মুনাফা: ৳১,০০০
উৎসে কর বাদ দিয়ে নিট: ৳৮৫০
গুরুত্বপূর্ণ: নির্ধারিত মেয়াদ পূর্ণ না করলে পূর্ববর্তী মাসের মুনাফা মূল টাকা থেকে কেটে নেওয়া হতে পারে।

একাউন্ট খোলার জন্য প্রয়োজনীয় কাগজপত্র:

ব্যক্তিগত একাউন্টের জন্য:

ভোটার আইডি / পাসপোর্ট / ড্রাইভিং লাইসেন্স / জন্ম নিবন্ধন (যেকোনো একটি)
পাসপোর্ট সাইজ ছবি
নমিনির জন্য:

পরিচয়পত্র (উক্ত চারটির যেকোনো একটি)
পাসপোর্ট সাইজ ছবি
জন্ম নিবন্ধন হলে অবশ্যই ডিজিটাল ও সত্যায়িত (চেয়ারম্যান/কাউন্সিলর কর্তৃক)
অতিরিক্ত তথ্য:
ইসলামী ব্যাংক “মুদারাবা” ও “মোশারাকা” ভিত্তিক শরিয়াহ্ সম্মত বিনিয়োগ করে।
ঘোষিত মুনাফার হার সম্ভাব্য (Indicative) এবং বাজার পরিস্থিতি অনুযায়ী পরিবর্তন হতে পারে।
মেয়াদ শেষে মুনাফা উত্তোলন না করলে অটো-রিনিউ সিস্টেমে পরবর্তী মেয়াদের জন্য নিজে থেকে নবায়ন হয়।

আপনার সঞ্চয়কে নিরাপদ রাখতে এবং নিয়মিত মুনাফা পেতে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-তে ফিক্সড ডিপোজিট করা যেতে পারে। বিনিয়োগের আগে আপনার নিকটস্থ শাখায় বিস্তারিত জেনে নেওয়া ও ট্যাক্স সংক্রান্ত দিকগুলো বুঝে নেওয়া জরুরি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে