মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫, ১০:৩৭:৪৭

ইইউ রাষ্ট্রদূতদের সঙ্গে সঙ্গে বৈঠক করলেন জামায়াতে ইসলামীর নেতারা

ইইউ রাষ্ট্রদূতদের সঙ্গে সঙ্গে বৈঠক করলেন জামায়াতে ইসলামীর নেতারা

এমটিনিউজ২৪ ডেস্ক : ইউরোপীয় ইউনিয়নের দূতাবাসে ইইউভুক্ত দেশগুলোর রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতারা। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।

বৈঠক শেষে জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, দেশের বর্তমান অবস্থা নিয়ে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতদের সঙ্গে আলোচনা হয়েছে।

 তিনি বলেন, নির্বাচন সুষ্ঠ এবং কীভাবে হবে এগুলো নিয়ে আলোচনা হয়েছে। রাজনৈতিক দলগুলো সবাই এক হয়ে আমরা কাজ করতে চাই বলেই আমরা জানিয়েছি।
 
আগামী জাতীয় নির্বাচনে সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু নিয়ে জামায়াতের এই নেতা বলেন, ঐকমত্য কমিশন ৩১ দলের সঙ্গে আলোচনা করেছে, এর মধ্যে ২৬টি দল পিআর এর পক্ষে। তবে উচ্চ কক্ষ নিম্ন কক্ষ নিয়ে কিছু মতবিরোধ আছে।
 
সম্প্রতি অনুষ্ঠিত ডাকসু ও জাকসু নির্বাচন নিয়ে তিনি বলেন, ডাকসু ও জাকসু নির্বাচন নিয়ে টালবাহানা মেনে নেয়ার মত নয়। ফেয়ার নির্বাচন হবার পরও এসব করা হয়েছে। পিআর হলে জাতীয় নির্বাচনে এসব হবে না এটাই আমরা মনে করি।

 ঐকমত্য কমিশনের মেয়াদ বাড়ানো নিয়ে এক প্রশ্নের জবাবে জামায়াতে ইসলামীর নায়েবে আমির বলেন, অধিকাংশের ঐক্যের ভিত্তিতেই এগিয়ে যাবে বাংলাদেশ। সময় বাড়ানোর মাধ্যমেই একমত হবে এমনটা নয়। সময় বাড়ানো সময়ক্ষেপণের চেষ্টা কিনা সেটা আসলে দেখার বিষয়। দ্রুত আইনি ভিত্তি দেয়ার ব্যাপারে সবার একমত হওয়া উচিত।
 
তিনি বলেন, আমারা আশা করছি আলোচনার মাধ্যমে আমাদের দাবি এবং জনগণের মতের প্রতিফলন হবে। তবে এর জন্যে উদার মানসিকতার দরকার। আমারা চাই জনগণের অংশগ্রহণ মূলক নির্বাচন হোক।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে