রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫, ০৬:০৫:১১

বড় সুখবর শিক্ষার্থীদের জন্য, যা জানালেন অর্থ উপদেষ্টা

বড় সুখবর শিক্ষার্থীদের জন্য, যা জানালেন অর্থ উপদেষ্টা

এমটিনিউজ২৪ ডেস্ক : চলতি বছরে বই হাতে পেতে দেরি হলেও, আগামী শিক্ষাবর্ষের শুরুতেই জানুয়ারিতে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি জানান, এবার বই ছাপানোর অর্ডার সেপ্টেম্বরে দেওয়া হচ্ছে, যাতে নির্ধারিত সময়ে বই বিতরণ সম্ভব হয়।

রোববার (২১ সেপ্টেম্বর) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথা বলেন অর্থ উপদেষ্টা। তিনি জানান, গত বছর নভেম্বরে অর্ডার দেওয়ায় বই বিতরণ দেরি হয়েছিল। এজন্য শিক্ষার্থীরা মার্চ মাসে গিয়ে বই পেয়েছিল।

ড. সালেহউদ্দিন বলেন, “নতুন বই আমাদের দেওয়ার কথা ১ জানুয়ারিতে। কতগুলো আমরা এরইমধ্যে অর্ডার দিয়েছি। তবে আমরা আরও ভালোভাবে যাচাই করার জন্য আজকে বলেছি।”

তিনি আরও বলেন, এর আগে যেসব প্রতিষ্ঠান বই ছাপানোর দায়িত্ব পেয়েছিল তাদের সরবরাহকৃত বইয়ের মান, কাগজের কোয়ালিটি, একাধিক বরাদ্দ পাওয়া এবং মনোপলি তৈরি হওয়ার অভিযোগ পাওয়া গেছে। এজন্য যাচাই-বাছাই করে প্রতিষ্ঠানগুলোর তালিকা নতুনভাবে সাজানো হচ্ছে।

অর্থ উপদেষ্টা জানান, “অনিয়মের সংবাদ আমরা মাঝেমধ্যে পাই। যেমন, একজন একটা অর্ডার নিয়ে বাকিগুলো নিয়ে নিয়েছে—সে ধরনের কিছু কিছু অভিযোগ আছে। সেই প্রতিষ্ঠানগুলো চিহ্নিত করতে বলা হয়েছে।”

তিনি বলেন, “কোন কোন প্রতিষ্ঠানে দিয়ে বই ছাপানো হবে সে বিষয়ে এ মাসের মধ্যেই সিদ্ধান্ত হয়ে যাবে। আমরা চেষ্টা করছি সপ্তাহ দুয়েকের মধ্যে যাচাই-বাছাই শেষ করে আনতে।”

এবার শিক্ষার্থীরা জানুয়ারিতেই বই পাবে কি না—এমন প্রশ্নে তিনি নিশ্চিত করে বলেন, “এবার জানুয়ারিতেই বই পাবে। এজন্যই সেপ্টেম্বরে অর্ডার আনা হয়েছে।”

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে