মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫, ০৫:৫৯:৩৩

বাংলাদেশে এই প্রথম শুরু....

বাংলাদেশে এই প্রথম শুরু....

এমটিনিউজ২৪ ডেস্ক : চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এবার থেকে ট্যাংকলরির পরিবর্তে সরাসরি পাইপলাইনের মাধ্যমে উড়োজাহাজে জ্বালানি সরবরাহ শুরু হয়েছে। নগরের পতেঙ্গার গুপ্তখালে পদ্মা অয়েল পিএলসির প্রধান স্থাপনা থেকে বিমানবন্দর পর্যন্ত ৫ দশমিক ৭৭ কিলোমিটার দীর্ঘ পাইপলাইন চালু হয়েছে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) ‘প্রধান স্থাপনা (এমআই) হতে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত জেট এ-১ পাইপলাইন, চট্টগ্রাম’ প্রকল্পের উদ্বোধন করেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের চেয়ারম্যান মো. আমিন উল আহসান। বিশেষ অতিথি ছিলেন বিমানবাহিনী ঘাঁটি জহুরুল হকের এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল হায়দার আবদুল্লাহ, বিপিসির পরিচালক ড. এ কে এম আজাদুর রহমান ও বিমানবন্দর পরিচালক গ্রুপ ক্যাপ্টেন শেখ আবদুল্লাহ আলমগীর। বক্তব্য দেন পদ্মা অয়েল কোম্পানির এমডি মো. মফিজুর রহমান এবং প্রকল্প পরিচালক প্রকৌশলী অমিত কুমার বড়ুয়া।

সূত্র জানায়, এতদিন পতেঙ্গা থেকে প্রায় ৮ কিলোমিটার দূরে শাহ আমানতের অ্যাভিয়েশন ডিপোতে ট্যাংকলরির মাধ্যমে জেট এ-১ জ্বালানি সরবরাহ করা হতো। দৈনিক গড়ে ২ লাখ ২৫ হাজার লিটার ও বছরে প্রায় ৬৫ হাজার টন জ্বালানির চাহিদা মেটাতে এ পদ্ধতিতে বছরে খরচ হতো প্রায় ৮ কোটি টাকা।

১৬০ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়িত নতুন এ প্রকল্পের মাধ্যমে আধুনিক, পরিবেশবান্ধব ও সময়সাশ্রয়ী উপায়ে ঘণ্টায় ১৪০ ঘনমিটার জ্বালানি সরবরাহ সম্ভব হবে। ৮ ইঞ্চি ব্যাসের, অভ্যন্তরীণ ইপক্সি কোট ও বাহ্যিক থ্রি এলপিই কোটযুক্ত পাইপলাইনটি ন্যূনতম দেড় মিটার ভূগর্ভে স্থাপন করা হয়েছে। ৩০ বছর মেয়াদি এ প্রকল্পটি স্ক্যাডা সিস্টেমে পরিচালিত হবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে