মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:০৯:৩৩

এনসিপি শাপলা প্রতীক পাচ্ছে না, তবে নৌকা প্রতীক রয়েছে: ইসির সিনিয়র সচিব আখতার

এনসিপি শাপলা প্রতীক পাচ্ছে না, তবে নৌকা প্রতীক রয়েছে: ইসির সিনিয়র সচিব আখতার

এমটিনিউজ২৪ ডেস্ক : আগামী ২৮ সেপ্টেম্বর থেকে অংশীজনদের সঙ্গে সংলাপে বসছে নির্বাচন কমিশন (ইসি)। প্রথমে শিক্ষাবিদদের সঙ্গে সংলাপ। পরে জুলাই যোদ্ধা, নারীনেত্রী, পর্যেবক্ষক, সাংবাদিক ও রাজনৈতিক দল।

আজ মঙ্গরবার (২৩ সেপ্টেম্বর) নির্বাচন ভবনে ইসির সিনিয়র সচিব আখতার আহমদ সাংবাদিকদের এসব কথা বলেন।

ইসি সচিব জানান—জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শাপলা প্রতীক পাচ্ছে না। কারণ সংসদ নির্বাচনের জন্য ইসির পাঠানো ১১৫ প্রতীকে নেই। তবে নৌকা প্রতীক রয়েছে। তাই এনসিপি নিবন্ধন পেলে বিকল্প প্রতীক চেয়ে প্রস্তাব করার পরামর্শ দিয়েছেন সচিব।

তিনি জানান—সংসদ নির্বাচনের আচরণবিধি চূড়ান্ত করে কমিশনে পাঠিয়েছে আইনমন্ত্রণালয়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে