নিউজ ডেস্ক : আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভোট ছাড়াই চেয়ারম্যান হওয়ার হিড়িক পড়েছে। ২২ মার্চ অনুষ্ঠেয় প্রথম ধাপের নির্বাচনে এখন পর্যন্ত প্রাপ্ত খবর অনুযায়ী ৬০ জন বিনা ভোটে চেয়ারম্যান নির্বাচিত হতে যাচ্ছেন।
আর ৩১ মার্চ অনুষ্ঠেয় দ্বিতীয় ধাপের নির্বাচনে আরো ১৩ জন ভোট ছাড়া চেয়ারম্যান হচ্ছেন। দুই ধাপে এ পর্যন্ত ৭৩জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান হতে যাচ্ছেন। এরা সবাই ক্ষমতাসীন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী। অন্যদিকে নির্বাচনের দু’ধাপে ১৩৮১টি ইউপির মধ্যে ১৭৮টিতেই বিএনপির কোন প্রার্থী নেই। এর মধ্যে প্রথম ধাপে ১১৪টি এবং দ্বিতীয় ধাপে রয়েছে ৬৪টি।
এদিকে প্রথম ধাপের ৭৩৪টি ইউপিতে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে গতকাল বৃহস্পতিবার প্রতীক বরাদ্দ করা হয়েছে। দেশের বিভিন্ন স্থানে নৌকা-ধানের শীষ প্রতীক নিয়ে প্রচারণায় নেমে পড়েছেন প্রার্থীরা। যদিও বিএনপির মনোনীত প্রার্থীদের প্রচারণায় বাধা দেয়ার অভিযোগ পাওয়া গেছে। ৩১ মার্চ অনুষ্ঠেয় নির্বাচনের দ্বিতীয় ধাপে ৬৪৭ ইউপিতে চেয়ারম্যান পদে ৩ হাজার ১১১ জন মনোনয়ন দাখিল করেছেন।
এর মধ্যে ১ হাজার ৫৫৮জন রাজনৈতিক দলের এবং ১ হাজার ৫৫৩জন স্বতন্ত্র প্রার্থী। এর মধ্যে আওয়ামী লীগের প্রার্থী আছেন ৬৪৮জন। গোপালগঞ্জের কোটালীপাড়ার কালাবাড়ি ইউপিতে আওয়ামী লীগের দু’জন প্রার্থী রয়েছেন। বিএনপি ৫৮৭টি ইউপিতে প্রার্থী দিতে পেরেছে। ৬৪টি ইউপিতে দলটির কোন প্রার্থী নেই।
দ্বিতীয় ধাপে বিনা ভোটে নির্বাচিত হতে যাওয়া আওয়ামী লীগের ১৩ প্রার্থী হলেন: কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার দিঘীরপাড়ের আমিন মুহাম্মদ ফারুক, গোপালগঞ্জ সদর উপজেলার বোড়াশীতে এম মনির আহম্মেদ ননী, বৌলতলীতে সুকান্ত বিশ্বাস, দুর্গাপুরে নাজিব আহম্মেদ, কাঠিতে মো. বাচ্চু শেখ, মাদারীপুর সদর উপজেলার ঝাউদীতে মো. সিরাজুল ইসলাম, জয়পুরহাট সদর উপজেলার ধলাহারে ফয়েজ উদ্দিন আহম্মেদ, দোগাছীতে মো. জহুরুল ইসলাম, জামালপুরে মো.হাসানুজ্জামান মিঠু, ভোলা সদর উপজেলার কাচিয়ায় জহুরুল ইসলাম, পরশুরাম উপজেলার চিথিলায় জসিম উদ্দিন, বক্স মাহমুদে মো.জাকির হোসেন চৌধুরী ও? মির্জানগরে মো. নুরুজ্জামান।
এছাড়া প্রথম ধাপের ৬০ জনের মধ্যে বাগেরহাটে ৩৪জন, মাদারীপুরের শিবচরে ১২ জন, ঝালকাঠির নলছিটিতে ৫জন, গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ৩ জন, বরিশালের বানারীপাড়া, সাতক্ষীরার কলারোয়া, বরগুনা সদর, ভোলা সদর, মুন্সীগঞ্জের সিরাজদিখান ও খুলনার তেরখাদায় একজন করে বিনা ভোটে চেয়ারম্যান হতে চলেছেন।
দ্বিতীয় ধাপে বিএনপির প্রার্থী নেই ৬৪টি ইউপিতে: দ্বিতীয় ধাপে আওয়ামী লীগের একক প্রার্থী থাকা ১৩টি ইউপিসহ মোট ৬৪টি ইউপিতে বিএনপির কোনো প্রার্থী নেই। বাকি ৫১টি ইউপি হলো: গাইবান্ধার সুন্দরগঞ্জের তারাপুর ও রামজীবন; গোপালগঞ্জের কোটালীপাড়ার আমতলী, বান্ধাবাড়ী, হিরণ, কালাবাড়ী, কান্দি, কুশলা, পিঞ্জুরী, রাধাগঞ্জ, রামশীল, সাদুল্লাপুর, শুয়াগ্রাম, চন্দ্রদিঘলীয়া, গোবরা, গোপীনাথপুর, জালালাবাদ, কাজুলিয়া, করপাড়া, লতিফপুর, মাঝিগাতি, নিজরা, পাইককান্দি, রঘুনাথপুর, সাহাপুর, সাতপাড়, সুকতাইল ও উরফি; চট্টগ্রামের মীরসরাইয়ের ৫ নম্বর ও সীতাকুণ্ডের ৫ নম্বর; জামালপুর সদরের বাশচড়া; জয়পুরহাট সদরের পরাণপৈল; ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলের ধর্মগড় ও নেকমরদ; দিনাজপুরের ফুলবাড়ীর আলাদিপুর, বিরামপুরের দিওড়, খানপুর ও পলিপ্রয়াগপুর; ফরিদপুর সদরের ফরিদপুর; মাদারীপুর সদরের বাহাদুরপুর, ছিলারচর, ধুরাইল, কালিকাপুর, শিরখারা, দুধখালী, কেন্দুয়া ও মোস্তফাপুর; মুন্সীগঞ্জের সিরাজদীখানের চিত্রকোর্ট ও রাজনগর; রংপুরের পীরগঞ্জের সেনেরহাট এবং সিলেটের কোম্পানীগঞ্জের তেলীখাল ও ইছাকলস। -ইত্তেফাক
৪ মার্চ, ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস