নিউজ ডেস্ক : রামপুরার বনশ্রী এলাকায় দুই শিশু সন্তানকে হত্যার ঘটনায় তাদের মা’কে অভিযুক্ত করে হত্যা মামলা করা হয়েছে। মামলাটি করেছেন নিহতদের বাবা আমানউল্লাহ। এদিকে ঘাতক মাকে রাতে পুলিশের কাছে হস্তান্তর করেছে র্যাব। পুলিশ জানিয়েছে তাকে আজ তাকে আদালতে হাজির করা হতে পারে।
সংবাদ সম্মেলনে র্যাব জানিয়েছে, র্যাবের জিজ্ঞাসাবাদে শিশু দুটির মা, মাহফুজা মালেক জেসমিন স্বীকার করেছেন যে তিনিই শিশু দুটিকে হত্যা করেছেন। সন্তানদের ভবিষ্যত নিয়ে দুশ্চিন্তার কারণে তাদের মা তার দুই বাচ্চাকে হত্যা করেছেন।
র্যাবের মুখপাত্র মুফতি মাহমুদ খান জানান, মাহফুজা মালেক তাদের কাছে হত্যার বিস্তারিত বিবরণ দিয়েছেন। গৃহশিক্ষকরা চলে যাবার পর মেয়েকে তার কক্ষে ঘুমানোর জন্য ডেকে নেন। সেখানেই ওড়না পেচিয়ে তাকে হত্যা করেন। এ সময় মেয়ে জেগে থাকায় কিছুটা ধ্বস্তাধস্তিও হয়। পরে একই ওড়না পেচিয়ে ছেলেকেও হত্যা করেন।
র্যাব জানিয়েছে, এরপর স্বামীকে টেলিফোনে মাহফুজা মালেক জানান যে, সন্তানরা অচেতন হয়ে পড়েছে। স্বামী এ সময় উত্তরায় থাকলেও, তার একজন বন্ধুকে বাসায় পাঠান। কিন্তু এর আগেই তারা বাচ্চা দুটিকে নিয়ে একটি হাসপাতালে যান, কিন্তু সেখানকার চিকিৎসকরা শিশু দুটি মারা গেছে জানিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যেতে বলেন।
খাবার খেয়ে শিশুরা অচেতন হয়ে গেছে, এই তথ্য স্বজনরা বিশ্বাস করায় তারাও কোন সন্দেহ করেনি, বলছে র্যাব।
বুধবার থেকে শিশুটির বাবা, মা, খালা এবং আরো কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করেছে র্যাব। তবে মুফতি মাহমুদ খান জানান, এ ঘটনায় এখন পর্যন্ত অন্য কারো সম্পৃক্ততা তারা পাননি।
ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ইস্কাটন শাখার সপ্তম শ্রেণির ছাত্রী ইশরাত জাহান অরণী (১৪) এবং তার ছোটভাই হলি (ইন্টারন্যাশনাল) ক্রিসেন্ট স্কুলের নার্সারির ছাত্র আলভী আমানকে (৬) ২৯ ফেব্রুয়ারি সন্ধ্যার পর তাদের রামপুরার বনশ্রীর বাসা থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
৪ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএস