এমটিনিউজ২৪ ডেস্ক : আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে বিএনপির পদ স্থগিত হওয়া নেতা ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. ফজলুর রহমান বলেছেন, “এখন নির্বাচন হলে ডাকসুর মতো ফল হবে।” বুধবার (২৪ সেপ্টেম্বর) একটি জাতীয় দৈনিকের মাল্টিমিডিয়ায় দেওয়া সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।
তিনি অভিযোগ করেন, নির্বাচন কমিশন ও প্রশাসনের বিভিন্ন স্তরে আগেভাগেই ‘ডাইস’ বানিয়ে রাখা হয়েছে; ফলে নির্বাচন হলে আগেই সাজানো ফলাফল আসবে। জামায়াতের পক্ষে সব জায়গায় রিটার্নিং কর্মকর্তাদের ‘ডাইস বানিয়ে রেখে’ দেওয়া হয়েছে বলেও তিনি দাবি করেন।
ফজলুর রহমান বলেন, বর্তমান তত্ত্বাবধায়ক সরকার প্রধান ড. ইউনূসের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। তাঁর ভাষায়, “ইউনূসের একটা রাজনৈতিক দল আছে; যাকে মেম্বার বানানো যায় না তাকেই প্রধানমন্ত্রী বানিয়ে দেয়।” তিনি অভিযোগ করেন, ড. ইউনূসের ঘনিষ্ঠ মহল আগেই নাহিদ ইসলামকে প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা করে রেখেছে।
তিনি জানান, ফেব্রুয়ারি মাসে নির্বাচন হওয়ার বিষয়ে তিনি ৯০ শতাংশ নিশ্চিত নন, যদিও তাঁর দল তা বিশ্বাস করছে। তিনি বলেন, “আমার মনে হয় না ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। আর ইউনূস সরকারের অধীনে কোনো নির্বাচন হোক এটা আমি চাই না।”
জামায়াতের সঙ্গে ড. ইউনূসের সম্পর্ক নিয়ে তিনি কটাক্ষ করে বলেন, “এটি রাতের সম্পর্ক, আর রাতের সম্পর্কটা বড় খারাপ।” তাঁর অভিযোগ, জামায়াত ও ড. ইউনূসের মধ্যে অঘোষিত ঘনিষ্ঠতা রয়েছে, যা নির্বাচনের ফলাফলকে প্রভাবিত করবে।
পদ স্থগিত হওয়া বিএনপি চেয়ারপারসনের সাবেক এই উপদেষ্টা শেষ পর্যন্ত বলেন, তিন মাসের জন্য একটি তত্ত্বাবধায়ক সরকার গঠন করা হোক এবং আইন অনুযায়ী ১২০ দিনের মধ্যে সুষ্ঠু নির্বাচন দেওয়া হোক।