শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫, ০৯:৩৬:৫৮

দেশের ইতিহাসে এই প্রথমবার একসঙ্গে সোনা-রুপা উভয়ই সর্বোচ্চ দামে

দেশের ইতিহাসে এই প্রথমবার একসঙ্গে সোনা-রুপা উভয়ই সর্বোচ্চ দামে

এমটিনিউজ২৪ ডেস্ক : দেশের বাজারের সবশেষ গত মঙ্গলবার সোনার দাম বাড়িয়েছিল বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন দামে ২২ ক্যারেট সোনার মূল্য দাঁড়িয়েছে ১ লাখ ৯৪ হাজার ৮৫৯ টাকা।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাতে বাজুস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। এরপর টানা দুইদিন স্থির রয়েছে সোনার দাম। সেই হিসেবে শুক্রবার (২৬ সেপ্টেম্বর) একই দামে সোনার বিক্রি হবে।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বৃদ্ধি পাওয়ায় সোনার দামে এই সমন্বয় করা হয়েছে।

আজকের বাজারদর—

• ২২ ক্যারেট : ভরিপ্রতি ১,৯৪,৮৫৯ টাকা

• ২১ ক্যারেট : ভরিপ্রতি ১,৮৬,০০৬ টাকা

• ১৮ ক্যারেট : ভরিপ্রতি ১,৫৯,৪২৪ টাকা

• সনাতন পদ্ধতি : ভরিপ্রতি ১,৩২,৩৫১ টাকা

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, সোনার বিক্রয়মূল্যের সঙ্গে ৫ শতাংশ সরকার নির্ধারিত ভ্যাট এবং বাজুস নির্ধারিত ৬ শতাংশ ন্যূনতম মজুরি যোগ করতে হবে।

তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরি ভিন্ন হতে পারে।

এদিকে সোনার পাশাপাশি এবার রুপার দামও বেড়েছে। ভরিতে ১৫২ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৬২৮ টাকা।

নতুন দাম তালিকা (ভরি প্রতি):

২২ ক্যারেট: ৩ হাজার ৬২৮ টাকা
২১ ক্যারেট: ৩ হাজার ৪৫৩ টাকা
১৮ ক্যারেট: ২ হাজার ৯৬৩ টাকা
সনাতন পদ্ধতি: ২ হাজার ২২৮ টাকা
দেশের ইতিহাসে এই প্রথমবার একসঙ্গে সোনা-রুপা উভয়ই সর্বোচ্চ দামে বিক্রি হচ্ছে।

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে