এমটিনিউজ২৪ ডেস্ক : স্বল্প আয়ের মানুষের জন্য বাড়ি নির্মাণে বড় সুখবর এনেছে বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন (বিএইচবিএফসি)। ‘স্বপ্ননীড়’ নামের নতুন একটি পণ্যের আওতায় এখন এক হাজার বর্গফুটের গৃহ নির্মাণে সর্বোচ্চ ২৭ লাখ টাকা পর্যন্ত ঋণ পাওয়া যাবে। এ পণ্যটি আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে ১৯ মার্চ।
এই ঋণ পেতে গ্রাহকের ন্যূনতম ১০ শতাংশ অর্থ নিজস্ব তহবিলে থাকতে হবে। অর্থাৎ, ৩ লাখ টাকা বিনিয়োগ থাকলে আপনি ২৭ লাখ টাকা পর্যন্ত ঋণ পেতে পারেন। এটি শুধু একটি বাড়ি নয়, স্বপ্নপূরণের একটি সুযোগ।
সুদহার ও কিস্তি বিশ্লেষণ:
এই ঋণের সুদহার এলাকা অনুযায়ী ভিন্ন হবে।
ঢাকা ও চট্টগ্রাম সিটির বাইরে:
বার্ষিক সুদ: ৮%
২৫ বছর মেয়াদে প্রতি লাখে মাসিক কিস্তি: ৭৭১.২০ টাকা
ঢাকা ও চট্টগ্রাম সিটির মধ্যে:
বার্ষিক সুদ: ৯%
২৫ বছর মেয়াদে প্রতি লাখে মাসিক কিস্তি: ৮৩৯.২০ টাকা
অতিরিক্ত ঋণের সুবিধা:
‘স্বপ্ননীড়’ পণ্যের আওতায় গ্রহীতারা বহুতল ভবনের একক ইউনিট নির্মাণের জন্য আরও একটি ঋণ নিতে পারবেন। এ ক্ষেত্রে সর্বোচ্চ ১৯ লাখ ৫০ হাজার টাকার ঋণ মিলবে।
আবেদন ও ফি সংক্রান্ত ছাড়:
এই পণ্যের আওতায় আবেদনকারীরা আবেদন ও পরিদর্শন ফিতে বিশেষ ছাড় পাবেন। অন্যান্য ঋণে যেখানে প্রতি হাজারে ৬ টাকা ফি দিতে হয়, সেখানে ‘স্বপ্ননীড়’ পণ্যের জন্য সেই ফি মাত্র ৩ টাকা নির্ধারণ করা হয়েছে।
উদ্বোধনী বক্তব্য ও উদ্দেশ্য:
রাজধানীর বিএইচবিএফসি ভবনে এ পণ্যের উদ্বোধন করেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহ। তিনি বলেন, সরকারি-বেসরকারি শিক্ষক, শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মচারী, নিবন্ধিত স্বাস্থ্যকর্মী, ল্যাব অ্যাসিস্ট্যান্ট এবং অন্যান্য স্বল্প আয়ের চাকরিজীবীরা এই পণ্যের মাধ্যমে গৃহ নির্মাণে বাস্তব সহায়তা পাবেন।
বিএইচবিএফসি পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. সেলিম উদ্দিন বলেন, এই অর্থায়ন সুবিধা সমাজের বিশেষ শ্রেণি-পেশার মানুষকে নিরাপদ ও সাশ্রয়ী আবাসন নির্মাণে সহায়তা করবে।
বিএইচবিএফসির ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল মান্নান তাঁর বক্তব্যে বলেন, স্বল্প আয়ের মানুষের কাছে স্বপ্ননীড় পৌঁছে দিতে প্রতিষ্ঠান আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।
৭০ বছরের অভিজ্ঞতা নিয়ে আবাসন সহায়তায় বিএইচবিএফসি:
গৃহ নির্মাণে ঋণ ও বিনিয়োগ সহায়তা প্রদানে বাংলাদেশের একমাত্র সরকারি বিশেষায়িত সংস্থা বিএইচবিএফসি। সাত দশকেরও বেশি সময় ধরে এই সংস্থা আবাসন খাতে সহজ শর্তে দীর্ঘমেয়াদি ঋণ প্রদান করে আসছে। ‘স্বপ্ননীড়’ বিএইচবিএফসির ১২তম পণ্য, যা আবাসন খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে।