শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫, ০৩:৩০:৪৩

পাচঁটি কারণে জামায়াতকে ক্ষমতায় দেখতে চায় যুক্তরাষ্ট্র: এই সময়

পাচঁটি কারণে জামায়াতকে ক্ষমতায় দেখতে চায় যুক্তরাষ্ট্র: এই সময়

এমটিনিউজ২৪ ডেস্ক : বর্তমান সময়ে বাংলাদেশের রাজনীতিতে আলোচিত দলের নাম জামায়াতে ইসলামী। রাজনীতিতে ক্রমেই প্রাসঙ্গিক হয়ে উঠেছে দলটি। বিশেষ করে ডাকসু ও জাকসু নির্বাচনে দলটির ছাত্র সংগঠন শিবিরের বিজয়ের পর জামায়াতকে নিয়ে নতুন কৌতূহল শুরু হয়েছে বিভিন্ন মহলে। কূটনৈতিক মহলেও চলছে নানা জল্পনা-কল্পনা।

এ নিয়ে বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম ‘এই সময়’। ভারতীয় সাংবাদিক অনমিত্র চট্টোপাধ্যায়ের বিশেষ প্রতিবেদন ‘পূর্বের হাওয়া: পর্ব ৩— ইসলামী জোট গড়ে জয়ী হতে কি পারবে জামায়াত’ শিরোনামে এ নিয়ে নানা বিশ্লেষণ উঠে আসে। 

সাক্ষাৎকারে বাংলাদেশে কাজ করা মার্কিন কনস্যুলেটের এক কূটনীতিক জামায়াতে ইসলামীকে আমেরিকার পছন্দের কারণ উল্লেখ করেন। তবে সংবাদমাধ্যমটি ওই কূটনীতিকের নাম উল্লেখ করেনি।

সংবাদমাধ্যমটি ওই কূটনীতিকের কাছে জানতে চেয়েছিলেন, বাংলাদেশে জামায়াতে ইসলামী কেন এত প্রিয় যুক্তরাষ্ট্রের কাছে? জবাবে তিনি অনেকগুলো কারণ দেখিয়েছিলেন। বিশেষ করে পাচঁটি কারণে তারা জামায়াতকে ক্ষমতায়ও দেখতে চায়।

এক. তাদের নেতারা উচ্চশিক্ষিত; বাণিজ্যিকভাবে অত্যন্ত সফল। 

দুই. তাদের আচরণ (ম্যানারস) খুব ভদ্র-সভ্য; কথা বলা যায় তাদের সঙ্গে। 

তিন. তারা ফেলে আসা ইতিহাসের কোনো একটি সময়ে ভিন্ন পদক্ষেপ (মুক্তিযুদ্ধ বিরোধিতা)-এর কারণে বাংলাদেশের শাসক দলের হাতে নির্যাতিত ও মানবাধিকার বঞ্চিত। 

চার. জামায়াত গণতান্ত্রিক ব্যবস্থায় বিশ্বাস করে।

পাঁচ. ইসলামি শক্তি হলেও জামায়াত তালেবানের মতো পিছিয়ে পড়া নয়, বরং প্রগতিশীলই বলা যায়।

এই সময়ের প্রতিবেদনে বলা হয়েছে—যুক্তরাষ্ট্র চায় বাংলাদেশে শাসন ক্ষমতায় আসুক জামায়াত। অনেক দশক ধরেই তাদের এই চাওয়া। এ নিয়ে তাদের লুকোছাপা বিশেষ নেই।

সেই মার্কিন কূটনীতিক আরও বলেন, ‘যে দেশের ৮০-৮৫ শতাংশ মানুষ মুসলমান, সেখানে জামায়াত যদি সরকারে আসে ক্ষতি কী? তারা শৃঙ্খলাবদ্ধ দল। তাদেরও উচিত এক বার সুযোগ পাওয়া। কী আছে, ফেল করলে মানুষ সরিয়ে দেবেন!’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে