শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫, ০৯:৫৪:৪৬

ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সাক্ষাৎ

ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সাক্ষাৎ

এমটিনিউজ২৪ ডেস্ক : সাক্ষাৎ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তাদের সাক্ষাতের একটি ছবি প্রকাশ করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

প্রেস উইংয়ের পাঠানো বার্তায় জানানো হয়, গত ২৩ সেপ্টেম্বর নিউইয়র্কের লোটে নিউইয়র্ক প্যালেসে ট্রাম্পের আয়োজিত অভ্যর্থনা নৈশভোজে অংশ নেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস। সেখানে তার মেয়ে দীনা ইউনূসও উপস্থিত ছিলেন।

ছবিতে দেখা যায়, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের সঙ্গে ড. ইউনূস ও দীনা ইউনূস দাঁড়িয়ে আছেন।

জাতিসংঘের ৮০তম সাধারণ পরিষদ অধিবেশনে আগত বিশ্বনেতাদের সম্মানে এ নৈশভোজের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ড. ইউনূস বাংলাদেশ সফরের জন্য ট্রাম্পকে আমন্ত্রণ জানান।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে