রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ১০:০৩:৪৫

ক্ষমতায় গেলে শিক্ষাসহ তিন বিষয়ে গুরুত্ব দেবে জামায়াত

ক্ষমতায় গেলে শিক্ষাসহ তিন বিষয়ে গুরুত্ব দেবে জামায়াত

এমটিনিউজ২৪ ডেস্ক :  জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে তিনটি বিষয়ে বিশেষ গুরুত্ব দেবে বলে জানিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। সেগুলো হলো—

১. নৈতিক, উৎপাদনমুখী, টেকনিক্যাল ও মানবিক দিক থেকে যোগ্য নাগরিক তৈরির শিক্ষাব্যবস্থা গ্রহণ
২. দুর্নীতিমুক্ত সমাজ গঠন
৩. সামাজিক ন্যায়বিচার নিশ্চিত করা

রোববার রাজধানীর বসুন্ধরায় জামায়াত আমিরের কার্যালয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ইলেকশন অবজারভেশন মিশনের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে এ কথা বলেন তিনি।

বৈঠকে প্রবাসীদের ভোটাধিকার, আসন্ন জাতীয় নির্বাচন এবং অবাধ ও সুষ্ঠু ভোটের পরিবেশ নিয়ে আলোচনা হয়। জামায়াত জানায়, তারা ফেব্রুয়ারির নির্বাচনে অংশ নিতে প্রস্তুত, তবে ফ্রি, ফেয়ার ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে হবে।

ইইউ প্রতিনিধিদল জানায়, তারা নির্বাচনের আগে ৬৪ জেলায় পর্যবেক্ষণ কার্যক্রম চালাবে এবং তফসিল ঘোষণার আগেই আবার বাংলাদেশ সফর করবে। বৈঠক শেষে উভয় পক্ষ শুভেচ্ছা বিনিময় করে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে