শুক্রবার, ০৪ মার্চ, ২০১৬, ১২:৫৪:৪০

খালেদার মনোনয়নপত্র জমা দিলেন রিজভী

খালেদার মনোনয়নপত্র জমা দিলেন রিজভী

নিউজ ডেস্ক : বিএনপি চেয়ারপারসন পদে বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র জমা দিয়েছেন তার নিয়োগ দেয়া এজেন্ট দলটির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শুক্রবার বেলা ১১টা ২০ মিনিটে নয়াপল্টন কার্যালয়ে নির্বাচন কমিশনের অস্থায়ী কার্যালয় মনোনয়নপত্র জমা দেন তিনি। এসময় মনোনয়নপত্র গ্রহণ করেন নির্বাচন কমিশনে রিটার্নিং অফিসারের দায়িত্বে থাকা দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

এর আগে বুধবার বেলা সোয়া ১১টায় দলটির নয়াপল্টন কার্যালয়ে নির্বাচন কমিশনের অস্থায়ী কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন রিজভী।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন ও সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচন ১৯ মার্চ অনুষ্ঠিত হবে। নির্বাচনের জন্য রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এবং সহকারী রিটার্নিং অফিসার হিসেবে রয়েছেন খালেদা জিয়ার উপদেষ্টা এম এ মান্নান।

শনিবার বেলা ১১টায় কমিশনের অস্থায়ী কার্যালয়ে মনোনয়নপত্র বাছাই করা হবে। রবিবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে এবং আগামী ১৯ মার্চ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন ও সিনিয়র ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।
৪ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে