শনিবার, ০৪ অক্টোবর, ২০২৫, ১০:০৪:২০

কিন্তু হঠাৎ করে কী হলো? জামায়াত চায় ১০০ ভাগ, আর বিএনপি চায় না ১০০ ভাগ

কিন্তু হঠাৎ করে কী হলো? জামায়াত চায় ১০০ ভাগ, আর বিএনপি চায় না ১০০ ভাগ

এমটিনিউজ২৪ ডেস্ক : পিআর ইস্যুতে বিএনপি-জামায়াতের বিপরীতমুখী অবস্থানের ফলে রাজনীতিতে যে সংকট বিরাজমান, তা এখনো দূর হয়নি বলে মন্তব্য করে সিনিয়র সাংবাদিক মোস্তফা ফিরোজ বলেছেন, ‘ধারণা করা হচ্ছিল, ড. ইউনূস এই সংকট দূর করবেন, কিন্তু তা হলো না।’ শনিবার নিজের ইউটিউব চ্যানেলে দেওয়া এক বিশ্লেষণে তিনি এ মন্তব্য করেন। 

মোস্তফা ফিরোজ বলেন, ‘৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর বাংলাদেশে কোনো রাজনৈতিক সংকট দেখা দেবে, এমনটা কেউ ভাবেনি। আওয়ামী লীগের বাইরে বিএনপি ও জামায়াত দীর্ঘদিন কাছাকাছি অবস্থানে থেকে রাজনীতি করেছে।

কিন্তু হঠাৎ করে কী হলো? বিশেষ করে পিআর ইস্যুকে কেন্দ্র করে আরো বিভিন্ন ইস্যু তৈরি হচ্ছে। জামায়াত পিআর চায় ১০০ ভাগ, আর বিএনপি চায় না ১০০ ভাগ। অর্থাৎ দল দুটির অবস্থান একদম বিপরীত। এখন পর্যন্ত জামায়াত ও তার সহযোগীরা আন্দোলন করছে এবং তারা বলছেন, যেকোনো মূল্যে তারা পিআর আদায় করবেন।

আর বিএনপিও এ ব্যাপারে খুবই দৃঢ় যে কোনোভাবেই পিআর চলবে না। এই অবস্থায় যে সংকট তা খুবই অপ্রত্যাশিত।’ 
তিনি বলেন, ‘ধারণা করা হচ্ছিল, ড. ইউনূস হয়তো রাজনৈতিক দলগুলোর মধ্যকার এই দূরত্ব কমানোর জন্য কাজ করবেন। নিউইয়র্কে তিনি হয়তো তিনটি দলের সঙ্গে এ নিয়ে আলোচনা করবেন।

কিন্তু তা হলো না। ড. ইউনূস দেশে আসার আগেই জামায়াত রাজপথে কর্মসূচি ঘোষণা করেছে। এই কর্মসূচি ঘোষণার সঙ্গে সঙ্গে বিএনপি তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। কখনো নাম উল্লেখ করে, আবার কখনো নাম উল্লেখ না করে।’

মোস্তফা ফিরোজ বলেন, “বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘রাষ্ট্র কোনো ছেলেখেলা নয়, ১৮ কোটি মানুষের ভাগ্য নিয়ে আমরা ছিনিমিনি খেলতে পারি না।

এই রাষ্ট্রকে একটি নিয়মতান্ত্রিক পদ্ধতিতে চলতে দিতে হবে। কোনো দলের অভিসন্ধির কাছে মাথা নত করতে পারি না। এ দেশের জনগণই হচ্ছে চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়ার মালিক।’ তিনি আরো বলেছেন, ‘কোনো একটি আইনানুযায়ী বৈধ এবং সাংবিধানিক প্রক্রিয়া ছাড়া বাংলাদেশের সংবিধানকে পরিবর্তন করার কোনো অধিকার আমাদের কারো নেই। এমনটা হলে আগামী দুই বছর বা পাঁচ বছর পরে বারবার এই প্রক্রিয়ায় আবার সংবিধান বদলের দাবি উঠবে’।”

তিনি আরো বলেন, ‘যাহোক, মূল সংকট পিআরকে নিয়ে। জামায়াত যতক্ষণ পিআরের দাবিতে অনড় থাকবে ততক্ষণ এই সংকট আবর্তিত হতে থাকবে।’ যা বাংলাদেশের আগামী নির্বাচনকে কিছুটা অনিশ্চিত করতে পারে বলে অনেকেই শঙ্কা প্রকাশ করছেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে