শুক্রবার, ০৪ মার্চ, ২০১৬, ০৩:৫৪:০৫

সেভাবেই হটাবো সরকারকে : নোমান

সেভাবেই হটাবো সরকারকে : নোমান

ঢাকা : বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান বলেছেন, মানুষ এখন অসহায়।  তাদের কোনো মৌলিক অধিকার প্রয়োগের সুযোগ নেই। সভা-সমাবেশসহ ভোটাধিকার প্রয়োগেরও সুযোগ নেই।

আজ শুক্রবার দুপুরে খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্টেদ্রোহ মামলার প্রতিবাদে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ জাতীয়তাবাদী বন্ধু দল এ আলোচনা সভার আয়োজন করে।

তিনি বলেন, বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে জাতীয়তাবাদী দলের নেতাকর্মীদের নির্যাতন করে মিথ্যা মামলা দিচ্ছে সরকার।  তাদের গুমও করা হচ্ছে।

নোমান বলেন, যেভাবে ইয়াহিয়া ও এরশাদকে হটিয়েছি সেভাবেই এ সরকারকে হটাবো।  জনগণের রাজনীতির কাছে যুগে যুগে স্বৈরাচারী সরকার পরাজিত হয়েছে।  এ সরকারকেও হটাতে সক্ষম হবো।

তিনি বলেন, ইউপি নির্বাচনে বিএনপির পক্ষের প্রার্থীদের হুমকি দেয়া হচ্ছে এবং অনেককে মনোনয়নপত্র নির্বাচন অফিসে জমা দিতে দেয়া হয়নি।  এ নির্বাচনে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন কি না তা নিয়ে সন্দেহ রয়েছে।

বিএনপির এই নেতা বলেন, নির্বাচনে যেসব প্রার্থী ভোটাধিকার ছাড়াই জনপ্রতিনিধি হবেন এবং যেসব বরাদ্দ তাদের কাছে যাবে তা আওয়ামী লীগ ও যুবলীগের নেতারা লুট করে খাবে।  

নির্বাচনকে সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সরকারকে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থায় ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন আব্দুল্লাহ আল নোমান।

সংগঠনের সভাপতি শরীফ মোস্তফা জামান লিটুর সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা শামসুজ্জামান দুদু, সংগঠনের যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার এইচ এম আমিনুর রহমান প্রমুখ।
৩ মার্চ,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে