এমটিনিউজ২৪ ডেস্ক : পাসপোর্টআগামী ২০২৬ সালের হজের জন্য নিবন্ধন করতে গেলে এবার মেয়াদোত্তীর্ণ পাসপোর্টও ব্যবহার করা যাবে। মঙ্গলবার ধর্ম মন্ত্রণালয় এ সুবিধার কথা এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হজে গমনেচ্ছুদের সুবিধার্থে পাসপোর্টের মেয়াদোত্তীর্ণতার শর্ত শিথিল করা হয়েছে। এতে যারা পাসপোর্টের মেয়াদ শেষ হওয়া সত্ত্বেও নিবন্ধন করতে পারবেন।
তবে সতর্ক করা হয়েছে, মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট দিয়ে নিবন্ধনকারী হজযাত্রী বা হজ এজেন্সিকে ভিসা ইস্যুর সময় অবশ্যই পাসপোর্ট সিস্টেমে হালনাগাদ করতে হবে। যদি তা না করা হয়, তবে হজযাত্রীর ভিসা জারি হবে না।
সৌদি সরকারের ঘোষিত হজের রোডম্যাপ অনুযায়ী ২০২৬ সালের হজযাত্রী নিবন্ধন কার্যক্রম আগামী ১২ অক্টোবর শেষ হবে।