এমটিনিউজ২৪ ডেস্ক : স্মার্টফোনটির দাম শুরু হয়েছে ১৩ হাজার ৯৯৯ টাকা থেকে; পাওয়া যাবে তিনটি সংস্করণে।
দেশের বাজারে আনুষ্ঠানিকভাবে গ্যালাক্সি এ সিরিজের সর্বশেষ সংযোজন গ্যালাক্সি এ০৭ উন্মোচন করেছে স্যামসাং বাংলাদেশ।
মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্যামসাং বলেছে, ব্যবহারকারীদের পছন্দ ও প্রয়োজন অনুযায়ী ফোন ব্যবহারে স্বাচ্ছন্দ্য নিশ্চিতে ৪ জিবি র্যাম ও ৬৪/১২৮ জিবি স্টোরেজ এবং ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজে এসেছে স্মার্টফোনটি।
স্মার্টফোনটি তিনটি রঙে এসেছে বাজারে। আর তা হল সবুজ, কালো ও হালকা বেগুনি। এতে রয়েছে ৯০ হার্টজ রিফ্রেশ রেটের ৬.৭ ইঞ্চির বিশাল এইচডি প্লাস ডিসপ্লে। গেমিং, ভিডিও দেখা বা বিভিন্ন অ্যাপ ব্যবহার করা থেকে শুরু করে সবক্ষেত্রে স্বাচ্ছন্দ্যদায়ক অভিজ্ঞতা মিলবে।
ডিভাইসটিতে রয়েছে স্যামসাং নক্স ভল্ট। এর ফলে ফোনটি হার্ডওয়্যার ও সফটওয়্যার, দুই দিক থেকেই সুরক্ষিত।
স্যামসাংয়ের দাবি, তথ্যের সর্বোচ্চ সুরক্ষা নিশ্চিত হওয়ায়, ব্যবহারকারীরা ফোনটি ব্যবহার করতে পারবেন তথ্য বেহাত হয়ে যাওয়ার দুশ্চিন্তা ছাড়াই। এতে রয়েছে ৫০ মেগাপিক্সেলের ‘ট্রু’ ডুয়াল মেইন ক্যামেরা এবং এর পাশাপাশি ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা।
স্যামসাং ইলেকট্রনিকসের এমএক্স ডিভিশনের বাংলাদেশ ব্রাঞ্চ ডিভিশনের হেড অব প্রোডাক্ট অ্যান্ড মারকম সৈয়দ মো. বদরুল আরিফিন বলেন, “সবার জন্য উদ্ভাবনী স্মার্ট সেবা সহজলভ্য করতে অঙ্গীকারবদ্ধ স্যামসাং। গ্যালাক্সি এ০৭ -এর উন্মোচন আমাদের এ প্রতিশ্রুতি পূরণেরই প্রতিফলন।
“এ সিরিজে রয়েছে দীর্ঘমেয়াদি সফটওয়্যার সাপোর্ট, প্রিমিয়াম ডিজাইন, উন্নত ক্যামেরা ও নির্ভরযোগ্য সুরক্ষা ফিচার। আমাদের লক্ষ্য বাংলাদেশের আরও বেশি ব্যবহারকারীর জন্য অনন্য স্মার্টফোন অভিজ্ঞতা নিশ্চিত করা।”
স্মার্টফোনটির দাম শুরু হয়েছে ১৩ হাজার ৯৯৯ টাকা থেকে।