শরীয়তপুর : অবিশ্বাস্য হলেও ঘটনা সত্যি, শরীয়তপুর সদর উপজেলার আংগারিয়া ইউনিয়নের চরচটাং গ্রামের মো. হাবিবুর রহমান মাতবরের পুকুরে এবার ধরা পড়লো ইলিশ মাছ। অথচ এর আগে পুকুরে কোনোদিন ইলিশ মাছ ধরা পড়েনি।
উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সিরাজুল ইসলামের উপস্থিতিতে জেলেরা শুক্রবার সকালে পুকুরে মাছ ধরতে নামেন। এ সময় জেলেদের জালে ১০/১২টি ইলিশ মাছ ধরা পড়ে। পরে আবার জাল টানলে আরো ৮/১০ ইলিশ মাছ ধরা পড়ে। এর আগে গত সোমবার দুটি ইলিশ মাছ ধরা পড়ে জালে।
উপজেলা মৎস্য কর্মকর্তা সিরাজুল ইসলাম গণমাধ্যমকে জানান, পুকুরে মৎস্য চাষি হাবিব রুই, কাতলা সিলভারকাপসহ নানা জাতের মাছ চাষ করেছেন। পরীক্ষা-নিরীক্ষার জন্য চাঁদপুর ইলিশ গবেষণা কেন্দ্রে ধরা পড়া ৩টি ইলিশ পাঠানো হয়েছে বলে জানান তিনি।
৩ মার্চ,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম