এমটিনিউজ২৪ ডেস্ক : রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিলের চেষ্টাকালে ২ জনকে আটক করা হয়েছে।
শুক্রবার (১০ অক্টোবর) দুপুরে জুমার নামাজের সময় ধানমন্ডির রাপা প্লাজা এলাকায় মিছিলের চেষ্টাকালে হাতেনাতে তাদের আটক করে পুলিশ।
আটককৃতরা হলেন জুনায়েদ সরদার (২১) ও মো.শয়ন (২০)। তারা কামরাঙ্গীরচর থানা এলাকার বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করে ডিএমপির তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. জুয়েল রানা গণমাধ্যমকে বলেন, জুমার নামাজের সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একটি মিছিল বের করার প্রস্তুতি নেওয়া হচ্ছিল। এ সময় ঘটনাস্থল থেকে দুজনকে হাতেনাতে আটক করা হয়। এ সময় বাকিরা পালিয়ে যায়। জিজ্ঞাসাবাদে আটকরা জানান, সাইফুল নামে একজন কামরাঙ্গীরচর থেকে কল করে তাদের এখানে ডেকে আনেন।
তিনি আরও বলেন, এ ঘটনার সঙ্গে আর কারা কারা জড়িত তা জানতে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।