শনিবার, ১১ অক্টোবর, ২০২৫, ১০:২০:৫৪

বিভিন্ন ক্যারেটের আজকের স্বর্ণের দর

বিভিন্ন ক্যারেটের আজকের স্বর্ণের দর

এমটিনিউজ২৪ ডেস্ক : দেশের বাজারে এখন রেকর্ড গড়া দামে বিক্রি হচ্ছে সোনা। সবশেষ ভরিতে প্রায় সাত হাজার টাকা বাড়ায় ২২ ক্যারেট সোনা এখন বিক্রি হচ্ছে ২ লাখ ৯ হাজার ১০১ টাকায়।

গত বুধবার (৮ অক্টোবর) সোনার সবশেষ দাম সমন্বয় করে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন দাম বৃহস্পতিবার (৯ অক্টোবর) থেকে কার্যকর হয়েছে। আজ শনিবারও একই দামে বিক্রি হচ্ছে সোনা।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বৃদ্ধি পাওয়ায় সোনার দামে এই সমন্বয় করা হয়েছে।

 সোনার আজকের বাজারদর—

• ২২ ক্যারেট: ভরিপ্রতি ২,০৯,১০১ টাকা

 • ২১ ক্যারেট: ভরিপ্রতি ১,৯৯,৫৯৪ টাকা

• ১৮ ক্যারেট: ভরিপ্রতি ১,৭১,০৮৮ টাকা

 • সনাতন পদ্ধতি: ভরিপ্রতি ১,৪২,৩০১ টাকা

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সোনার বিক্রয়মূল্যের সঙ্গে ৫ শতাংশ সরকার নির্ধারিত ভ্যাট এবং বাজুস নির্ধারিত ৬ শতাংশ ন্যূনতম মজুরি যোগ করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরি ভিন্ন হতে পারে।

অন্যদিকে, সোনার দামের পাশাপাশি বেড়েছে রুপার দামও। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ৪ হাজার ৯৫১ টাকায়। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৪ হাজার ৭৪৭ টাকায়, ১৮ ক্যারেটের প্রতি ভরি রুপা ৪ হাজার ৭১ টাকায় এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা ৩ হাজার ৫৬ টাকায়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে