শনিবার, ১১ অক্টোবর, ২০২৫, ১১:৫৫:১৬

বিমান বিধ্বস্ত, ভূমিতে আঘাত করে আগুন ধরে যায়

বিমান বিধ্বস্ত, ভূমিতে আঘাত করে আগুন ধরে যায়

আন্তর্জাতিক ডেস্ক: বিমান বিধ্বস্তে নিহত ৩অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস অঙ্গরাজ্যে শনিবার সকালে একটি হালকা বিমান বিধ্বস্ত হয়ে কমপক্ষে তিনজন নিহত হয়েছেন। বিমানটি সিডনির দক্ষিণে শেলহারবার বিমানবন্দর থেকে উড্ডয়ন করার পরই বিধ্বস্ত হয়।

পুলিশ ও স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, বিমানটি স্থানীয় সময় সকাল ১০টার দিকে উড্ডয়ন করার সঙ্গে সঙ্গে বিধ্বস্ত হয়। বিমান ভূমিতে আঘাত করলে আগুন ধরে যায়। পরে ফায়ার অ্যান্ড রেসকিউ নিউ সাউথ ওয়েলসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনে।

অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশনের (এবিসি) ওয়েবসাইটে প্রকাশিত আকাশ থেকে তোলা ছবিতে রানওয়ের ওপর পুড়ে যাওয়া বিমানের ধ্বংসাবশেষ দেখা গেছে।

ঘটনাস্থলে অপরাধ তদন্তের জন্য ক্রাইম সিন গঠন করা হয়েছে এবং অস্ট্রেলিয়ান ট্রান্সপোর্ট সেফটি ব্যুরোকে বিষয়টি জানানো হয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে