শনিবার, ১১ অক্টোবর, ২০২৫, ০৫:৩২:৪২

বাংলাদেশ কোনো ইসলামিক রাষ্ট্র নয়, এটি সেকুলার রাষ্ট্র : ধর্ম উপদেষ্টা

 বাংলাদেশ কোনো ইসলামিক রাষ্ট্র নয়, এটি সেকুলার রাষ্ট্র : ধর্ম উপদেষ্টা

এমটিনিউজ২৪ ডেস্ক : ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, আমরা নিজেরা সেফ এক্সিট চাচ্ছি না, স্বাভাবিক এক্সিট চাচ্ছি। দায়িত্ব বুঝিয়ে দিয়ে নিজের ঘরে থাকব। দায়িত্ব বুঝিয়ে না দিয়ে বিদেশে পালিয়ে যাব না, কারণ আমার দ্বিতীয় কোনো ঘর নেই।

শনিবার  (১১ অক্টোবর)  দুপুরে রাঙামাটি জেলা শিল্পকলা একাডেমিতে পার্বত্য চট্টগ্রাম ওলামা পরিষদ আয়োজিত সম্প্রীতি সমাবেশ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ধর্ম উপদেষ্টা বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচনের ব্যাপারে সরকার বদ্ধপরিকর। এ বিষয়টি নিয়ে প্রধান উপদেষ্টা ও প্রেসসচিব বরাবরই তথ্য দিয়ে আসছেন। যদি কোনো শঙ্কা থাকে সেটি নির্বাচন কমিশন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে মনিটর করে যা যা করার করবে। তবে নির্বাচনের ব্যাপারে আমাদের প্রস্তুতি শতভাগ।

তিনি বলেন, বাংলাদেশ কোনো ইসলামিক রাষ্ট্র নয়, এটি সেকুলার রাষ্ট্র এবং আমার সংবিধানও সেকুলার। তাই আমাকে সব ধর্মীয় স্থানে যেতে হবে, এটা আমার রাষ্ট্রীয় দায়িত্ব। আমি একক কোনো ধর্মের উপদেষ্টা নই। এগুলো নিয়ে যারা কথা বলছেন, এসব অপপ্রচারে কান দেবেন না।

সম্প্রীতি সমাবেশে আরো উপস্থিত ছিলেন ধর্ম মন্ত্রণালয়ের উপসচিব ছাদেক আহমদ, জেলা প্রশাসক মো. হাবিব উল্লাহ, পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন ও পার্বত্য চট্টগ্রাম ওলামা পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি মাওলানা হাজী শরিয়ত উল্লাহ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে