রবিবার, ১২ অক্টোবর, ২০২৫, ১০:৫৯:০৪

বাংলাদেশে আসছেন বিশিষ্ট ইসলামী বক্তা ও ধর্মীয় চিন্তাবিদ ড. জাকির নায়েক

বাংলাদেশে আসছেন বিশিষ্ট ইসলামী বক্তা ও ধর্মীয় চিন্তাবিদ ড. জাকির নায়েক

এমটিনিউজ২৪ ডেস্ক : প্রথমবারের মতো বাংলাদেশে আসছেন বিশিষ্ট ইসলামী বক্তা ও ধর্মীয় চিন্তাবিদ ড. জাকির নায়েক। তিনি আগামী ২৮ নভেম্বর ঢাকায় একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।

সবকিছু পরিকল্পনা অনুযায়ী চললে ২৮ নভেম্বর ড. জাকির নায়েক ঢাকায় পৌঁছাবেন বলে জানিয়েছেন স্পার্ক ইভেন্ট ম্যানেজমেন্টের কর্ণধার রাজ।

ড. নায়েক তার নিজস্ব একটি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। প্রাথমিকভাবে অনুষ্ঠানটি ঢাকার আগারগাঁও এলাকায় আয়োজন করার পরিকল্পনা রয়েছে।

রাজ আরও জানান, এ সংক্রান্ত বিস্তারিত তথ্য আগামী ২০ অক্টোবরের পরে সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রকাশ করা হবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে