এমটিনিউজ২৪ ডেস্ক : আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির জয়লাভ বা সরকার গঠনের সম্ভাবনা ৪০ শতাংশ। সম্প্রতি পরিচালিত এক জরিপে এই তথ্য উঠে এসেছে। গতকাল সোমবার রাজধানীর কারওয়ান বাজারে বিডিবিএল ভবনে ‘ভোটারদের সিদ্ধান্তে সামাজিক প্রেক্ষাপট ও ভিন্নতার প্রভাব’ শীর্ষক গোলটেবিল আলোচনায় এই জরিপের ফল প্রকাশ করে ইনোভিশন কনসাল্টিং।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোন দল সরকার গঠনের জন্য সবচেয়ে সক্ষম, তা নিয়ে ভোটারদের মধ্যে জরিপটি পরিচালিত হয়।
দ্বিতীয় দফায় পরিচালিত এই জরিপ নিয়ে ইনোভিশন কনসাল্টিংয়ের প্রতিবেদনে দেখা গেছে, ভোটারদের ৪০ শতাংশ মনে করছে বিএনপি সরকার গঠনের জন্য সবচেয়ে যোগ্য দল। জরিপে নাগরিক প্ল্যাটফর্ম ‘ভয়েস ফর রিফর্ম’ ও ‘বিআরএআইএন’ সহযোগিতা করেছে। ২ থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত সারা দেশে ১০ হাজার ৪১৪ জন ভোটারের ওপর এ জরিপ চালানো হয়।
জরিপের ফল অনুযায়ী, বিএনপির পর দ্বিতীয় অবস্থানে রয়েছে জামায়াতে ইসলামী।
ভোটারদের ২৩.৩ শতাংশ মনে করে, আগামী সরকার গঠনের জন্য জামায়াত যোগ্য। আওয়ামী লীগকে সমর্থন জানিয়েছেন ১২.১ শতাংশ ভোটার। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পেয়েছে ৩.৮ শতাংশ সমর্থন, আর অন্য দলগুলো পেয়েছে ৫ শতাংশ সমর্থন।
এতে আগের জরিপের সঙ্গে তুলনা করলে দেখা যায়, মার্চ মাসে বিএনপির সমর্থন ছিল ২৯.৩ শতাংশ। আর জামায়াতের ১৭.৫ শতাংশ, আওয়ামী লীগের ৬.৩ শতাংশ এবং এসসিপির ৩.৯ শতাংশ সমর্থন ছিল।
জরিপে দেখা গেছে ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, খুলনা, ঢাকা ও চট্টগ্রাম বিভাগে ভোটারদের পছন্দে এগিয়ে রয়েছে বিএনপি। এর মধ্যে ময়মনসিংহ বিভাগে বিএনপি ৪৫ দশমিক ৭ শতাংশ, জামায়াত ২৫ দশমিক ৮ শতাংশ, আওয়ামী লীগ ১৭ দশমিক ৩ শতাংশ ও এনসিপি ৪ দশমিক ৭ শতাংশ। সিলেটে বিএনপি ৪৪ দশমিক ৭ শতাংশ, জামায়াত ২৯ দশমিক ৬ শতাংশ, আওয়ামী লীগ ১৪ শতাংশ। রাজশাহীতে বিএনপি ৪৪ দশমিক ৪ শতাংশ, জামায়াত ৪০ দশমিক ৯ শতাংশ, আওয়ামী লীগ ৯ দশমিক ২ শতাংশ।
খুলনায় বিএনপি ৪৩ দশমিক ৩ শতাংশ, জামায়াত ৩০ দশমিক ১ শতাংশ, আওয়ামী লীগ ১৮ দশমিক ৩ শতাংশ। ঢাকায় বিএনপি ৪০ দশমিক ৮ শতাংশ, আওয়ামী লীগ ২৫ দশমিক ৮ শতাংশ এবং জামায়াত ২৪ দশমিক ৩ শতাংশ। চট্টগ্রামে বিএনপি ৪১ দশমিক ৯ শতাংশ, জামায়াত ২৭ দশমিক ৬ শতাংশ ও আওয়ামী লীগ ১৭ দশমিক ১ শতাংশ ভোটার সমর্থন পেয়েছে।
অন্যদিকে রংপুর বিভাগে জামায়াত এগিয়ে ৪৩ দশমিক ৪ শতাংশ সমর্থন নিয়ে, যেখানে বিএনপি ৩৬ দশমিক ৭ শতাংশ, আওয়ামী লীগ ১২ দশমিক ৫ শতাংশ।
বরিশালে আওয়ামী লীগ এগিয়ে ৩১ দশমিক ৯ শতাংশ ভোটার সমর্থন নিয়ে, বিএনপি ২৮ দশমিক ৭ শতাংশ ও জামায়াত ২৯ দশমিক ১ শতাংশ। সার্বিকভাবে ভোটারদের পছন্দের তালিকায় প্রথমেই রয়েছে বিএনপি, জামায়াত দ্বিতীয়, আওয়ামী লীগ তৃতীয় এবং এনসিপি চতুর্থ অবস্থানে রয়েছে।
২০২৫ সালের ২ থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত পরিচালিত এই জরিপে রাজনৈতিক বিষয়, সামাজিক উন্নয়ন এবং নির্বাচনী পছন্দ নিয়ে জনগণের ধারণা জানতে সারা দেশে ১০ হাজার ৪১৩ জন উত্তরদাতার মতামত নেওয়া হয়েছে। জরিপে ৯ হাজার ৩৯৮টি পরিবার এবং এক হাজার ১৫ জন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী অন্তর্ভুক্ত ছিল। এতে শহর ও গ্রামের বিভিন্ন বয়স, লিঙ্গ এবং পেশার মানুষের মতামত উঠে এসেছে।