এমটিনিউজ২৪ ডেস্ক : রবি আজিয়াটা লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান স্মার্টপে লিমিটেড ডিজিটাল পেমেন্ট সেবা পরিচালনার জন্য বাংলাদেশ ব্যাংকের অনুমোদন পেয়েছে।
গত সোমবার এক ঘোষণায় রবি জানায়, বাংলাদেশ ব্যাংক প্রতিষ্ঠানটিকে পেমেন্ট সার্ভিস প্রোভাইডর (পিএসপি) হিসেবে পরিচালনার জন্য নো অবজেকশন সার্টিফিকেট (এনওসি) জারি করেছে। সম্পূর্ণভাবে রবির সাবসিডিয়ারির মালিকানাধীন এই প্রতিষ্ঠানটি দেশের ফিনটেক খাতে ইলেকট্রনিক পেমেন্ট সলিউশন প্রদান করবে। এর মধ্যে রয়েছে বিল পরিশোধ, ইউটিলিটি সার্ভিস পেমেন্ট এবং অন্যান্য ডিজিটাল লেনদেন সেবা।
রবির এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, বাংলাদেশ ব্যাংকের পরামর্শ অনুযায়ী আলাদা লাইসেন্সধারী প্রতিষ্ঠান গঠন করে স্মার্টপে। এর মাধ্যমে রবি ক্যাশ অ্যাপের সেবার পরিসর বাড়বে। রবি ২০২০ সালের ডিসেম্বরে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হয়, যা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় আইপিও হিসেবে রেকর্ড গড়ে।