শনিবার, ০৫ মার্চ, ২০১৬, ১০:০০:২০

চেনা যাচ্ছে না ঢাকা, হঠাৎ ঝাপসা হয়ে গেছে চারদিক!

চেনা যাচ্ছে না ঢাকা, হঠাৎ ঝাপসা হয়ে গেছে চারদিক!

নিউজ ডেস্ক : এ যেন এক অন্য ঢাকা। রাজধানীর চেহারা দেখে চেনার উপায় নেই। ভ্যাপসা গরমের মধ্যেই হঠাৎ ঝাপসা হয়ে গেছে পুরো শহর। এই ঝাপসা ভাব দেখে অনেকে অবাক। শুধু ঢাকা নয়, সারা দেশের আকাশ অনেকটাই ঝাপসা। জনজীবনে এর প্রভাব লক্ষ্য করা গেছে।

শীত ছুটি নিলেও আজ কুয়াশায় ঢাকা পুরো সারা দেশ। রাজধানীতে যানবাহন চালাতে হচ্ছে হেডলাইট জ্বালিয়ে। সংশ্লিষ্টরা বলছেন, এই ঝাপসা অবস্থা আসলে কুয়াশা নাকি প্রাকৃতিক দূষণের বিরূপ প্রভাব? তা ভেবে দেখা দরকার। তার কারণ দূষণের কারণে চীনেও এই ধরণের ধোঁয়াশা দেখা দিয়েছে।

তবে আবহাওয়াবিদ বজলুর রশিদ বলেন, ঢাকাসহ সারা দেশেই এমন ঘন কুয়াশা পড়েছে। জলীয় বাষ্পের সঙ্গে ধুলা মিশে এই কুয়াশা সৃষ্টি হয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হবে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, এই কুয়াশার কারণে দৃষ্টিসীমা ৩০০ মিটারে নেমে এসেছে। ফলে দূরের জিনিস আবছা দেখা যাচ্ছে। আমাদের স্বাভাবিক দৃষ্টিসীমা সাধারণত দেড় থেকে দুই হাজার মিটার থাকে।

আবহাওয়াবিদ বজলুর রশিদ বলেন, সাধারণত শীতের বিদায়বেলা এবং গরমের শুরুতে, অর্থাৎ, ঋতুবদলের সময়ে এ ধরনের অবস্থা হয়। আজ সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল কুড়িগ্রামে ১৭.৮ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সকালে তাপমাত্রা ছিল ২২ ডিগ্রি সেলসিয়াস।
০৫ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে