মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫, ০৮:৫০:৪০

দেশের বাজারে ফের কমেছে সোনার দাম

দেশের বাজারে ফের কমেছে সোনার দাম

এমটিনিউজ২৪ ডেস্ক : দেশের বাজারে ফের কমেছে সোনার দাম। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম কমানো হয়েছে ৩ হাজার ৬৭৪ টাকা। ফলে এক ভরি সোনার দাম ২ লাখ ৪ হাজার ২৮৩ টাকা হয়েছে।

 সোমবার (২৭ অক্টোবর) বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠকে করে সোনার নতুন মূল্য নির্ধারণ করে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) থেকে নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাজুস।

 বাজুস জানায়, ২১ ক্যারেটের এক ভরি সোনা ৩ হাজার ৪৯৯ টাকা কমিয়ে ১ লাখ ৯৪ হাজার ৯৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ হাজার ৯৯৭ টাকা কমিয়ে ১ লাখ ৬৭ হাজার ১৪৫ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার ২ হাজার ৫৫৪ টাকা কমিয়ে দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩৮ হাজার ৯৪২ টাকা।

এর আগে, রোববার ঘোষণা দিয়ে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা ১ হাজার ৩৯ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয় ২ লাখ ৭ হাজার ৯৫৭ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনায় ১ হাজার ৩ টাকা কমিয়ে ১ লাখ ৯৮ হাজার ৪৯৮ টাকা নির্ধারণ করা হয়।

 এ ছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনা ৮৫১ টাকা কমিয়ে নতুন দাম ১ লাখ ৭০ হাজার ১৪২ টাকা নির্ধারণ করা হয়। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ৭২৩ টাকা কমিয়ে দাম নির্ধারণ করা হয় ১ লাখ ৪১ হাজার ৪৯৬ টাকা। সোমবার এই দামে সোনা বিক্রি হয়েছে।

সোনার দাম কমানোর পাশাপাশি রুপার দামও কমানো হয়েছে। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ১ হাজার ২২৪ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ২৪৬ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের এক ভরি রুপার দাম ১ হাজার ১৬৭ টাকা কমিয়ে ৪ হাজার ৪৭ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রুপার দাম ৯৯১ টাকা কমিয়ে ৩ হাজার ৪৭৬ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম ৭৫৮ টাকা কমিয়ে ২ হাজার ৬০১ টাকা নির্ধারণ করা হয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে