শনিবার, ০৫ মার্চ, ২০১৬, ১২:১৩:৩৭

মিরপুরে টাইগারভক্তদের সাথে পুলিশের সংঘর্ষ, টিকিট বিক্রি বন্ধ

মিরপুরে টাইগারভক্তদের সাথে পুলিশের সংঘর্ষ, টিকিট বিক্রি বন্ধ

নিউজ ডেস্ব : রাজধানীর মিরপুরে বাংলাদেশ-ভারত ম্যাচের টিকিট প্রত্যাশীদের সাথে পুলিশের সংঘর্ষ হয়েছে। টিকিট-প্রত্যাশীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কয়েকটি কাঁদানে গ্যাসের শেল ছোড়ে। এরপর ইউসিবি ব্যাংকের শাখার সামনে এশিয়া কাপের ফাইনালে ম্যাচের টিকিট বিক্রি বন্ধ করে দেয়া হয়েছে।

শনিবার সকালে টিকিট প্রত্যাশীদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া, ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

জানা যায়, সকাল থেকেই মিরপুর শেরে-বাংলা জাতীয় স্টেডিয়াম সংলগ্ন ইউনাইটেড কমার্শিয়াল (ইউসিবিএল) ব্যাংকের সামনে ভিড় জমায় হাজারো ক্রেতা।

নাম প্রকাশ না করার শর্তে ওই ব্যাংকের এক কর্মকর্তা জানান, আজ সকাল ১০টা থেকে ওই ব্যাংকেই টিকিট বিক্রি শুরু হয়। কিন্তু কয়েক হাজার টিকিট-প্রত্যাশীর বিপরীতে টিকিট খুব সামান্য থাকায় চারদিকে ক্ষোভ ছড়িয়ে পড়ে। একপর্যায়ে তাঁদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাসের কয়েকটি শেল ছোড়ে। এতে টিকিট-প্রত্যাশীরা ছত্রভঙ্গ হয়ে যান। এ সময় আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।

এশিয়া কাপের ফাইনালে আগামী রবিবার ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। উত্তেজনাপূর্ণ এই ম্যাচের টিকিট বিক্রি শুরু হয় শনিবার সকাল সাড়ে ১০টা থেকে। অথচ ম্যাচের ২৭ ঘণ্টা আগে শুক্রবার সকাল ৭টা থেকেই ফাইনাল ম্যাচের একটি টিকিট পেতে টাইগারপ্রেমিদের অপেক্ষা ইউসিবি ব্যাংকের মিরপুর শাখায়।

টিকিট বিক্রির একদিন আগে মিরপুর ১০ নম্বরে অবস্থিত ইউসিবি ব্যাংকের এ শাখায় ভিড় জমাতে থাকেন ক্রিকেট প্রেমীরা। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে প্রায় এক হাজার যুবক লাইনে দাঁড়িয়ে গেছেন। তাতে ব্যাংকের গেট থেকে টিকিট প্রত্যাশীদের লাইন গড়িয়ে গেছে মাদ্রাসা গলি পর্যন্ত। খবরের কাগজ রাস্তায় বিছিয়ে গল্প-আড্ডা আর তাস খেলে সময় পার করছেন তারা।

মিরপুর শাখা ছাড়াও ফাইনাল ম্যাচের টিকিট পাওয়া যাবে ইউসিবির সোনারগাঁও জনপথ, বিজয়নগর, প্রগতি সরণি, বসুন্ধরা ও নয়াবাজার শাখায়।
০৫ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে