এমটিনিউজ২৪ ডেস্ক : ভারতে মারা গেছেন আওয়ামী লীগের সাবেক নারী এমপি কনিকা বিশ্বাস। ৭০ দশকের আওয়ামী লীগের মহিলা কোটার এই এমপি বুধবার (২৯ অক্টোবর) স্থানীয় সময় বিকেল ৪টা ৪৫ মিনিটে মৃত্যুবরণ করেন।
বয়জনিত কারণে অসুস্থ ছিলেন তিনি। গুরুতর অসুস্থ অবস্থায় কলকাতার সল্টলেকের মনিপাল হাসপাতাল এ তাকে ভর্তি করা হয়। গতকাল বুধবার তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
কনিকা বিশ্বাস ৬ দফা আন্দোলন, ভাষা আন্দোলন, ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচন ও বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সংগঠক হিসেবে অংশগ্রহণসহ তৎকালীন সকল রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখেন।
১৯৭৩ সালে প্রথম জাতীয় সংসদের মহিলা আসন-১১ থেকে তিনি আওয়ামী লীগের মনোনীত এমপি হিসেবে শপথ নিয়েছিলেন কণিকা বিশ্বাস।