বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫, ০৬:১৪:২৮

এবার যে কঠোর সিদ্ধান্ত নিলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

এবার যে কঠোর সিদ্ধান্ত নিলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

এমটিনিউজ২৪ ডেস্ক : আগামী জাতীয় নির্বাচনে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের নিয়োগে স্বজনপ্রীতি ঠেকাতে কঠোর নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। 

তিনি স্পষ্টভাবে বলেছেন, নির্বাচনকালীন দায়িত্বে থাকা কর্মকর্তাদের কেউ নিজ এলাকা বা শ্বশুরবাড়ির এলাকায় পোস্টিং পাবে না। একইভাবে, যেসব এলাকায় তাদের আত্মীয়-স্বজন প্রার্থী হিসেবে অংশ নেবেন, সেখানেও তাদের পদায়ন করা যাবে না।

বুধবার বিকালে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। তিনি বলেন, দুপুরে প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’য় নির্বাচনী প্রস্তুতি নিয়ে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকে এসব নির্দেশনা দেওয়া হয়।

প্রেস সচিব আরো জানান, বিগত তিনটি জাতীয় নির্বাচনে ডিসি, এডিসি, নির্বাহী কর্মকর্তা বা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করা কোনো কর্মকর্তাকে এবারের নির্বাচনে যুক্ত না রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, যেসব কর্মকর্তা গত তিনটি নির্বাচনে রিটার্নিং অফিসার, অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার বা পোলিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন- তাদের এবারের নির্বাচনী দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হবে।

এছাড়া নির্বাচনকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা তথ্য ও গুজব ছড়ানো ঠেকাতে বিশেষ ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছেন প্রেস সচিব। তার ভাষায়, সোশ্যাল মিডিয়ায় মিসইনফরমেশন ও ডিসইনফরমেশনের বিরুদ্ধে কঠোর নজরদারি থাকবে। এজন্য একটি সেন্ট্রাল কো-অর্ডিনেশন কমিটি গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে, যা উপজেলা পর্যায় পর্যন্ত কাজ করবে।

নির্বাচনকালীন নিরাপত্তা ব্যবস্থা নিয়েও বৈঠকে বিস্তারিত আলোচনা হয়। সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচনের সময় প্রায় ৯২ হাজার ৫০০ সদস্য মোতায়েন থাকবে- এর মধ্যে ৯০ হাজার সেনা সদস্য এবং বাকিরা নৌবাহিনীর। পাশাপাশি নির্বাচনের ৭২ ঘণ্টা আগে ও পরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশেষ ব্যবস্থা নেওয়া হবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে