শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫, ১১:১৭:৩২

জাতীয় নির্বাচনের আগে জুলাই সনদে গণভোট হলে জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটবে: শিবির সভাপতি

জাতীয় নির্বাচনের আগে জুলাই সনদে গণভোট হলে জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটবে: শিবির সভাপতি

এমটিনিউজ২৪ ডেস্ক : জাতীয় নির্বাচনের আগে জুলাই সনদকে গণভোটের মাধ্যমে অনুমোদন দেওয়া হলে তা জনগণের প্রকৃত ইচ্ছার প্রতিফলন ঘটাবে এবং এর আইনগত অবস্থান আরও শক্তিশালী হবে, এমন মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা শিবিরের নবীনবরণ অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।

জাহিদুল ইসলাম বলেন, “জুলাই সনদ বাংলাদেশের রাজনীতিতে এক নতুন অধ্যায়। এটি জনগণের প্রত্যাশা ও পরিবর্তনের প্রতীক। তাই গণভোটের মাধ্যমে জনগণের সরাসরি মতামত নেওয়াই সবচেয়ে যুক্তিসঙ্গত উপায়।”

তিনি আরও বলেন, “অর্ডিন্যান্স জারি করে আইন করা গেলেও ভবিষ্যতে সরকার বদল হলে তা সহজেই পরিবর্তন করা যায়। কিন্তু গণভোটের মাধ্যমে অনুমোদিত আইন জনগণের স্থায়ী সমর্থন পায়, যা পরিবর্তন করা কঠিন।”

শিবির সভাপতি আরও উল্লেখ করেন, দেশের শিক্ষার্থীরা অতীতের মতো ভবিষ্যতেও ইতিবাচক পরিবর্তনের অগ্রভাগে থাকবে। তার ভাষায়, “জুলাই-আগস্টের আন্দোলন ছিল তরুণদের চেতনার পুনর্জাগরণ। এখন মানুষ সংঘাত নয়, গঠনমূলক রাজনীতি দেখতে চায়।”

তিনি আশা প্রকাশ করেন, জাতীয় রাজনীতিতেও এই ধারা অব্যাহত থাকবে। “যারা জনগণের কল্যাণে কাজ করবে, তাদের হাতেই ভবিষ্যতের নেতৃত্ব থাকবে,” যোগ করেন তিনি।

অনুষ্ঠানে প্রায় দুই হাজার নতুন শিক্ষার্থীকে ফুল দিয়ে বরণ করা হয়। সভাপতিত্ব করেন ইবি শাখা সভাপতি মাহমুদুল হাসান। উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় নেতা হাফেজ আবু মুসা, গোলাম জাকারিয়া, সাবেক সভাপতি আব্দুল মান্নান ও অধ্যাপক ড. ওবায়দুল ইসলামসহ অন্যান্য অতিথিরা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে