শনিবার, ০৫ মার্চ, ২০১৬, ০১:২৬:৩৩

‘ভারত নয়, এশিয়াকাপে চ্যাম্পিয়ন হবে বাংলাদেশ’

 ‘ভারত নয়, এশিয়াকাপে চ্যাম্পিয়ন হবে বাংলাদেশ’

নিউজ ডেস্ক : ভারত ও বাংলাদেশের আকাশে বাতাশেও ভেসে বেড়াচ্ছে ক্রিকেট। বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ও ধোনি নিজ নিজ দলের আশা ভরশার সাক্ষ্য হয়ে টস করার টার্গেটে নামবেন মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে।

এই লড়াইয়ে বাংলাদেশ সকল সেক্টরের চেয়ে এগিয়ে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।

মাহবুবুল আলম হানিফ বলেন, বাংলাদেশ ক্রিকেটে উন্নতি করেছে। মিরপুরে এশিয়াকাপের লড়াইয়ে ভারত নয় চ্যাম্পিয়ন হবে বাংলাদেশ।

শনিবার সকালে কুষ্টিয়ায় সিরাজুল ইসলাম মুসলিম হাইস্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধনকালে তিনি এসব কথা কলেন।

তিনি বলেন, পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের খেলা চলার সময় শত ব্যস্ততার মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্টেডিয়ামে সময় দিয়েছেন।

শেখ হাসিনা খেলোযাড়দের উৎসাহ দিয়েছে। আর তাতে জয় পেয়েছে বাংলাদেশ। এবারের এশিয়াকাপ নিয়ে তার আশাবাদ লড়াই সংগ্রামের মধ্যে জয় নিয়ে মাঠ ছাড়বে টাইগাররা।
৫ মার্চ ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে