এমটিনিউজ২৪ ডেস্ক : আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের মতো সাহসী সাংবাদিক দরকার বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (ডাকসু) ভিপি আবু সাদিক কায়েম।
শনিবার ইসলামি ছাত্রশিবির জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আয়োজিত নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠানে আলোচকের বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।
এ সময় তিনি নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে করে বলেন, কেবল চাকরি করা ও ভালো থাকার চেষ্টা করা কারো জীবনের উদ্দেশ্যে হতে পারে না। আমাদের লক্ষ্য হতে হবে এই অঞ্চলের মানুষের মুক্তির জন্য সংগ্রাম করা। যেটা আমাদের শহীদরা করে গেছেন।
তিনি আরও বলেন, অ্যাকাডেমিক পড়াশোনার পাশাপাশি পুরো বিশ্ব সম্পর্কে তোমাদের জানতে হবে। প্রতিটি বর্ষ কেন্দ্রীক তোমাদের পরিকল্পনা করতে হবে।
সাদিক কায়েম বলেন, আমাদের খুনি হাসির প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। যারা জুলাইয়ে গণহত্যা করেছে, তাদের বিচারের প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কাঠামোগুলোতে এখনও বসে আছে ফ্যাসিবাদের দোসররা। সেখানে বসেই তারা ষড়যন্ত্র, চক্রান্ত করছে। এদেশে শেখ হাসিনা ও তার দোসরদের রাজনীতি করার কোনো অধিকার নেই।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মাহফুজুর রহমান, উপ–উপাচার্য (প্রশাসন),অধ্যাপক সোহেল আহমেদ, শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলামসহ শাখা শিবিরের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ।