শনিবার, ০১ নভেম্বর, ২০২৫, ০৯:৫৭:০৯

এবার পাঁচ ব্যাংক একীভূত হয়ে যে নতুন নামে চূড়ান্ত হলো ব্যাংক

এবার পাঁচ ব্যাংক একীভূত হয়ে যে নতুন নামে চূড়ান্ত হলো ব্যাংক

এমটিনিউজ২৪ ডেস্ক : দেশের সংকটে থাকা পাঁচটি ইসলামী ব্যাংক একীভূত হয়ে একটি নতুন ব্যাংক গঠন করতে যাচ্ছে। এই নতুন ব্যাংকের নাম চূড়ান্ত হয়েছে ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’। বাংলাদেশ ব্যাংক ও সরকার এ কার্যক্রম বাস্তবায়নের কাজ শুরু করেছে।

সরকারি সূত্র জানিয়েছে, একীভূত করা হচ্ছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক ও এক্সিম ব্যাংক। নতুন ব্যাংকটি এই পাঁচটি ব্যাংককে অধিগ্রহণ করবে এবং প্রাথমিকভাবে সরকারি খাতের ব্যাংক হিসেবে পরিচালিত হবে। সরকারের পক্ষ থেকে ২০ হাজার কোটি টাকার মূলধন সরবরাহ করা হবে।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা ইতোমধ্যেই ব্যাংকগুলোর জনবল, শাখা নেটওয়ার্ক, আমানত ও ঋণ ব্যবস্থাপনা সম্পর্কিত তথ্য সংগ্রহ শুরু করেছেন। কর্মকর্তারা বলছেন, জেলা শহরগুলোর একাধিক শাখা পুনর্বিন্যাসের মাধ্যমে এক বা দুটি শাখা রাখা হবে এবং বাকি শাখা অন্য উপজেলায় স্থানান্তর করা হবে।

একই সঙ্গে নতুন ব্যাংকের জন্য সরকার গঠিত কমিটি সংঘবিধি ও সংঘস্মারক চূড়ান্ত করার প্রক্রিয়া চালাচ্ছে। এরপর আইন মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংকের অনুমোদনের পর ব্যাংকটি নিবন্ধিত হবে।

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের ৯ অক্টোবরের সিদ্ধান্ত অনুযায়ী, নতুন ব্যাংকের অনুমোদিত মূলধন হবে ৪০ হাজার কোটি টাকা, যার মধ্যে পরিশোধিত মূলধন ৩৫ হাজার কোটি। সরকারের অংশীদারিত্বে নগদ ১০ হাজার কোটি এবং বাকি ১০ হাজার কোটি সুকুক বন্ড ইস্যুর মাধ্যমে প্রদান করা হবে। এছাড়া প্রাতিষ্ঠানিক আমানতকারীদের শেয়ার রূপান্তরের মাধ্যমে ১৫ হাজার কোটি টাকা মূলধনে রূপান্তর করা হবে।

বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা জানিয়েছেন, একীভূত প্রক্রিয়ায় ব্যাংকগুলোর সম্পদ ও দায়, প্রযুক্তি বিভাগ, নেটওয়ার্ক এবং জনবল ব্যবস্থাপনা খতিয়ে দেখা হচ্ছে। চলতি বছরের মধ্যে এই পাঁচ ব্যাংকের শাখাগুলো নতুন নামে পরিচিত হবে।

এতে দেশের ইসলামী ব্যাংকিং খাতের পুনর্গঠন ও শক্তিশালীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে অর্থনীতিবিদরা মনে করছেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে