নিউজ ডেস্ক : খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, প্রধান বিচারপতি শুনানির সময় যা বলেছেন তাতে বুঝা যায় তিনি মীর কাসেম আলীকে হয় খালাস দিবেন, না হয় সাজা কমিয়ে দিবেন, না হয় মামলা পুনরায় বিচারের জন্য পাঠাবেন। তিনটার একটা তিনি করবেন। মৃতদন্ড বহাল রাখার কোন উপায় নেই তার।
শনিবার ‘একাত্তরের গণহত্যাকারীদের বিচারের বিরুদ্ধে ষড়যন্ত্র, সরকার, বিচারবিভাগ ও নাগরিক সমাজের করণীয়’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। প্রধান বিচারপতিকে বাদ দিয়ে মীর কাসেমের মামলার আপিল শুনানি পুনরায় করার দাবি জানিয়েছেন খাদ্যমন্ত্রী কামরুল।
তিনি আরো বলেন, ‘এরপরও যদি মীর কাসেমের মামলার রায়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়- তাহলে সবাই ভাববে, সরকার চাপ দিয়ে এই কাজ করিয়েছে।’
কামরুল বলেন, এ অবস্থায় আমার দাবি হচ্ছে, প্রধান বিচারপতিকে বাদ দিয়ে একটা বেঞ্চ হোক এবং আপিল শুনানি পুনরায় হোক।
০৫ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএস