শনিবার, ০৫ মার্চ, ২০১৬, ০২:৫৯:৪৬

‘মীর কাসেমের মামলার শুনানি থেকে প্রধান বিচারপতিকে সরে দাঁড়াতে হবে’

‘মীর কাসেমের মামলার শুনানি থেকে প্রধান বিচারপতিকে সরে দাঁড়াতে হবে’

নিউজ ডেস্ক : জামায়াতে ইসলামীর নেতা মীর কাসেম আলীর মানবতাবিরোধী মামলার আপিল শুনানি থেকে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাকে সরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। তিনি বলেছেন, প্রধান বিচারপতিকে হয় তার বক্তব্য প্রত্যাহার করতে হবে অথবা আপিল শুনানি থেকে সরে দাঁড়াতে হবে।

শনিবার রাজধানীর ধানমন্ডির বিলিয়া মিলনায়তনে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি আয়োজিত এক সভায় একথা বলেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী।

‘একাত্তরের গণহত্যাকারীদের বিচারের বিরুদ্ধে ষড়যন্ত্র, সরকার, বিচারবিভাগ ও নাগরিক সমাজের করণীয়’ শীর্ষক এই আলোচনা সভায় প্রধান বিচারপতিকে বাদ দিয়ে মীর কাসেমের মামলার আপিল শুনানি পুনরায় করার দাবি জানিয়েছেন খাদ্যমন্ত্রী কামরুল ইমলামও।
০৫ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে