ঢাকা : আবারও বেড়েছে দেশীয় বাজারে সোনার দাম। নতুন দাম অনুযায়ী প্রতি ১ হাজার ২২৫ টাকা পর্যন্ত বেড়েছে। আগামী রোববার থেকে সারাদেশে সোনার এই নতুন দর কার্যকর হবে।
চলতি বছর এ পর্যন্ত চারবার দেশের বাজারে বাড়ল সোনার দাম। এর আগে গত ৪ ও ১১ ফেব্রুয়ারি সোনার দাম প্রতি ভরিতে ১২২৫ টাকা বাড়ানো হয়েছিল। এ মাস পার না হতেই সোনার দাম বেড়েছে দুই দফা।
বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) সূত্রে জানা গেছে, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেট সোনা ৪৬ হাজার ১৮৯ টাকা, ২১ ক্যারেট ৪৪ হাজার ৮৯ টাকা এবং ১৮ ক্যারেট ৩৭ হাজার ৪৪১ টাকা। এ ছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ২৬ হাজার ৩৬০ টাকা। আর প্রতি ভরি ২১ ক্যারেট রুপার (ক্যাডমিয়াম) দাম ১১০৮ টাকা।
আগামীকাল শনিবার পর্যন্ত বর্তমান দর অনুযায়ী প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেট সোনা ৪৪ হাজার ৯৯৪ টাকা, ২১ ক্যারেট ৪২ হাজার ৮৬৫ টাকা এবং ১৮ ক্যারেট ৩৬ হাজার ২১৬ টাকা। এ ছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ২৫ হাজার ১৩৫ টাকা। আর প্রতি ভরি ২১ ক্যারেট রুপার (ক্যাডমিয়াম) দাম ১০৪৯ টাকা।
৫ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন