এমটিনিউজ২৪ ডেস্ক : প্রবাসে প্রাথমিক সদস্য ফরম নবায়ন এবং নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম উপলক্ষে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা পেয়ে উজ্জীবিত সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) বিএনপি নেতাকর্মীরা। তারা বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বক্তব্য আগামী নির্বাচনে প্রবাসী নেতাকর্মীদের অংশগ্রহণে নতুন মাত্রা যুক্ত করবে।
বিএনপির পক্ষ থেকে প্রবাসে সদস্যপদ নবায়ন, সংগ্রহ এবং অনলাইনে সদস্য ফি দেয়ার উদ্যোগ নেয়া হয়েছে। রোববার (২ নভেম্বর) ইউএই সময় বিকেল ৪টায় এ কার্যক্রম উদ্বোধন করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
 ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রবাসীদের উদ্দেশে দেয়া বক্তব্যে তারেক রহমান বলেন, নির্বাচন সামনে রেখে দলকে শক্তিশালী করতে প্রবাসী নেতাকর্মীদের ঐকবদ্ধ হতে হবে।
 
আমিরাতে দুটি পাঁচ তারকা হোটেলে এলইডি স্ক্রিনে তারেক রহমানের বক্তব্য শুনতে জড়ো হন বিএনপি নেতাকর্মীরা। নির্বাচনের আগে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দিকনির্দেশনা সুদূরপ্রসারী ফলাফল বয়ে আনবে বলে প্রত্যাশা তাদের।
 
ইউএই বিএনপির আহ্বায়াক সদস্য মাহে আলম মাহী বলেন, ‘এই প্রথম প্রবাসে বিএনপিকে বিশ্বাস করে-- এমন সব ব্যক্তিকে দলের অফিসিয়াল সদস্যপদ দেয়ার ব্যাপারে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উদ্যোগ নিয়েছেন।’
 
ইউএই বিএনপির আহ্বায়াক সদস্য শাহেদ আহমেদ রাসেল, ‘ভারপ্রাপ্ত চেয়ারম্যানের ঘোষণায় বিভিন্ন দেশে প্রবাসী বাংলাদেশিদের জন্য একটা দারুণ সুযোগ তৈরি হয়েছে।’
 
এদিকে, মালদ্বীপেও বিএনপির সদস্যপদ নবায়ন ও নতুন সদস্য সংগ্রহের অনলাইন পেমেন্ট গেটওয়ে উদ্বোধন করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
 
স্থানীয় সময় রোববার সন্ধ্যায় মালদ্বীপ শাখার আয়োজনে রাজধানী মালের সি বিল্ডিংয়ের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন তারেক রহমান। অনুষ্ঠানের শুরুতে প্রদর্শিত ভিডিও চিত্রে অনলাইনে বিএনপির প্রাথমিক সদস্যপদ গ্রহণ ও ফি পরিশোধের প্রক্রিয়া তুলে ধরা হয়।
প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান প্রবাসীদের জন্য ভোটাধিকারের সুযোগ সৃষ্টিতে নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানান। তিনি বলেন, জনগণের রায়ে বিএনপি ক্ষমতায় গেলে প্রবাসী বাংলাদেশিদের ভোট প্রক্রিয়া আরও সহজ করতে কার্যকর পদক্ষেপ নেয়া হবে। 
 
আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে নির্বাচন কমিশন ঘোষণা দিলেও বাস্তবে কোনো পদক্ষেপ না থাকায় প্রবাসী নেতাকর্মীরা বিষয়টি নিয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দৃষ্টি আকর্ষণ করেন।