বুধবার, ০৫ নভেম্বর, ২০২৫, ১২:২১:৩৮

ভয়াবহ সংঘর্ষ বাস-মাইক্রোবাসের, ৫ জনের মৃত্যু

ভয়াবহ সংঘর্ষ বাস-মাইক্রোবাসের, ৫ জনের মৃত্যু

এমটিনিউজ২৪ ডেস্ক : কক্সবাজারের চকরিয়ায় বাস ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন।

বুধবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ফাঁসিয়াখালীতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার।

তিনি বলেন, ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয় এবং হাসপাতালে নেওয়ার পর তিনজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

তাৎক্ষণিকভাবে নিহতদের নামপরিচয় পাওয়া যায়নি বলে জানান তিনি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে