এমটিনিউজ২৪ ডেস্ক : এবারের নির্বাচন বিএনপির জন্য কঠিন হবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি ও নোয়াখালী-১ আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন।
তিনি বলেন, ‘অদৃশ্য শক্তির সাথে দৃশ্যমান শক্তি এক হয়ে যাবে এবং তারা বিএনপির বিরুদ্ধে কাজ করবে। তাই নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। নির্বাচন বানচালের যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় একযোগে কাজ করতে হবে।’
শুক্রবার (৭ নভেম্বর) বিকেল ৫টায় সোনাইমুড়ী রেলওয়ে চত্বরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির উদ্যোগে র্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খোকন বলেন, ‘ধানের শীষের পক্ষে ভোট বিপ্লব ঘটাতে হবে। মানুষ যেন নিরাপদে চলাফেরা করতে পারে, সেই নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে। বিএনপি জিয়াউর রহমানের ১৯ দফা ও পরবর্তীতে সংবিধান ও রাষ্ট্রব্যবস্থার সংস্কার এবং অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে ৩১ দফা বাস্তবায়ন করবে। নোয়াখালী-১ আসনকে আদর্শ নির্বাচনী এলাকা হিসেবে গড়ে তোলা হবে।’
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক দিদার হোসেন। পৌরসভা বিএনপির আহ্বায়ক মোতাহের হোসেন মানিকের সভাপতিত্বে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুদ আলম ফরহাদের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন পৌরসভা বিএনপির সদস্য সচিব রেজায়ে রাব্বি মাহবুব।
বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল গণি পাটোয়ারী মামুন, মাসুদের রহমান, ফখরুল আলম, লুৎফুর রহমান, পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক জালাল আহমেদ।