শনিবার, ০৮ নভেম্বর, ২০২৫, ০১:২৯:২৬

শীত পুরোপুরি নামবে কবে জানা গেল

শীত পুরোপুরি নামবে কবে জানা গেল

এমটিনিউজ২৪ ডেস্ক : আগামী ৯-১০ নভেম্বর থেকে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের অধিকাংশ স্থানে রাতের তাপমাত্রা প্রায় ১৫ ডিগ্রি সেলসিয়াস বা তার নিচে নামতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)।

শুক্রবার (৭ নভেম্বর) বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের (বিডব্লিউওটি) ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

ফেসবুক পোস্টে লেখা হয়েছে, উত্তর পশ্চিমাঞ্চলের মানুষ কম্বল লেপ রেডি করুন। আগামী ৯-১০ তারিখ থেকে দেশের উত্তর এবং পশ্চিমাঞ্চলের অধিকাংশ স্থানে রাতের তাপমাত্রা প্রায় ১৫ ডিগ্রি সেলসিয়াস বা তার নিচে নামতে পারে।

এ সময় দেশের মধ্যাঞ্চল পূর্বাঞ্চল ও আরও কিছুকিছু স্থানে রাতের তাপমাত্রা ১৭ ডিগ্রি থেকে ১৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে। তবে দিনের তাপমাত্রা অধিকাংশ স্থানেই ২৮ ডিগ্রি থেকে ৩৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। তাই দিনে তেমন একটা শীত অনুভব হবে না।

কিন্তু আগামী ১৭-১৮ তারিখ থেকে রাতের তাপমাত্রা আবারও সাময়িক বৃদ্ধি পাবে। পরবর্তীতে এই বিষয়ে আরও বিস্তারিত জানানো হবে ইনশাআল্লাহ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে