নিউজ ডেস্ক : এশিয়া কাপের ফাইনাল ম্যাচটি দেখবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও। আগামীকাল রোববার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা ৭টায় এশিয়া কাপের ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে। তিনি মাঠে না গেলেও নিজ বাসভবন ফিরোজায় বসে বাংলাদেশ-ভারত ফাইনাল ম্যাচটি উপভোগ করবেন বলে জানা গেছে।
শনিবার সন্ধ্যায় সাংবাদিকদের এ কথা জানান খালেদা জিয়ার প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার। তিনি বলেন, বাংলাদেশ বনাম ভারতের মধ্যকার ম্যাচটি গুলশানের নিজ বাসভবন ফিরোজাতে বসেই উপভোগ করবেন ম্যাডাম।
সূত্র জানায়, বাংলাদেশের সঙ্গে ভারতের ম্যাচ নিয়ে ব্যাপক আগ্রহ বিএনপি চেয়ারপারসনের। চূড়ান্ত ম্যাচটি দেখার জন্য উদগ্রীব হয়ে আছেন তিনি। তার শারীরিক অবস্থা ভালো না থাকায় টিভির সামনে বসতে পারছেন না তিনি। তবে রোববার সুস্থ থাকলে গুলশানের রাজনৈতিক কার্যালয়ে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে খেলা দেখতে পারেন তিনি।
এর আগে বাংলাদেশ বনাম পাকিস্তানের মধ্যকার খেলাটি ফিরোজায় বসেই উপভোগ করেছেন তিনি।
৫ মার্চ,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম