রবিবার, ০৯ নভেম্বর, ২০২৫, ০৭:০৫:০২

ভাবতেই শরম লাগে, নিজের টাকায় বানানো পোস্টারে লিখতে হয় ‘প্রচারে এলাকাবাসী’

ভাবতেই শরম লাগে, নিজের টাকায় বানানো পোস্টারে লিখতে হয় ‘প্রচারে এলাকাবাসী’

এমটিনিউজ২৪ ডেস্ক : নির্বাচন করতে নিজের অর্থ খরচ করে পোস্টার ছাপিয়ে ‘প্রচারে এলাকাবাসী’ লিখে প্রচার করতে হয়। এটি ভাবতেই ‘শরম’ লাগে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা মিতু।

শনিবার (৮ নভেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক হাস্যরসাত্মক পোস্টে এমন মন্তব্য করেছেন তিনি।

ওই পোস্টে একটি ফটোকার্ড শেয়ার করেন ডা. মিতু।

অনুসারীদের বানানো ফটোকার্ডটি শেয়ার করে কে বানিয়েছেন তা জানতে চান এনসিপি নেত্রী। পোস্টারের প্রশংসা করে তিনি লিখেছেন, ‘এই ফটোকার্ড কে বানাইছেন? সে একটু কমেন্ট করেন। ইলেকশন ম্যাটার না, ফটোকার্ড সুন্দর হইছে তাই আপলোডের লোভ সামলাতে পারলাম না।’

অনুসারীদের বানানো ফটোকার্ডে দাবি করা হয়েছে, ঝালকাঠি-১ আসনে এনসিপির হয়ে শাপলার কলিতে লড়বেন ডা. মাহমুদা আলম মিতু।

ওই পোস্টে মিতু বলেন, “একটা জিনিস ভাবলেই শরম লাগে। ইলেকশন করতে হলে নিজের পয়সায় পোস্টার বানিয়ে, নিজেই প্রচার করে সেটা আবার ‘প্রচারে এলাকাবাসী’ লেইখা প্রচার করতে হয়। কী একটা অবস্থা। শুরুটাই হয় এলাকাবাসীর মাথায় কাঁঠাল ভেঙে।”

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে