এমটিনিউজ২৪ ডেস্ক : যারা একাত্তরের মুক্তিযুদ্ধকে বিশ্বাস করেন না, যারা মুক্তিযুদ্ধকে গন্ডগোল বলে অবহিত করে তাদের ভোট চান না বলে মন্তব্য করেছেন কিশোরগঞ্জ-৪ (ইটনা–মিঠামইন–অষ্টগ্রাম) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মো. ফজলুর রহমান।
রোববার (৯ নভেম্বর) দুপুরে কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপি আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, এই মিঠামইনে দাঁড়িয়ে আমি কইতাছি, যারা একাত্তরের মুক্তিযুদ্ধ বিশ্বাস করে না; যারা মুক্তিযুদ্ধরে বলে গন্ডগোল অইছিল, এহানে কোনো যুদ্ধ-ফুদ্দ অয়ছে না-এদের ভোট আমি কামনা করি না। খুব ক্লিয়ার কথা বললাম।
দলীয় পদ স্থগিত থাকা বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ফজলুর রহমান আরও বলেন, ‘আমি মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধ ও মুক্তিযুদ্ধের আদর্শে বিশ্বাসী, শহীদ জিয়ার আদর্শে বিশ্বাসী। শহীদ জিয়া মুক্তিযুদ্ধের ঘোষক ছিলেন; তার আদর্শে শহীদ হওয়া মুক্তিযোদ্ধাদের আদর্শে যারা বিশ্বাস করেন তাদের সবার ভোট আমি চাই। কিন্তু যারা মনে করেন মুক্তিযুদ্ধ হয়নি, দেশকে পাকিস্তান বানাতে চায়-তাদের ভোট চাইনা। খুব ক্লিয়ার।‘
ফজলুর রহমান আরও বলেন, যারা গত এক-দেড় বছরে এই দেশটাকে পাকিস্তান বানাতে চেয়েছে তাদের বিরুদ্ধে কথা বলার জন্য আমার দল আমাকে কিছুদিনের জন্য সাসপেন্ড করেছিল। কিন্তু ছয় মাস পরে আমার দল বুঝতে পারছে এরাই হলো সাপ; এদেরকে দুধ দিয়ে পোষা আর ঠিক হবে না। আমি যদি আল্লাহর রহমতে সংসদে যাই; সব জায়গাতে লেখা হচ্ছে জামায়াত যদি যায় আর ফজলুর রহমানও যদি পার্লামেন্টে যায় তাহলে ফজলুর রহমান একাই একশ। রাজাকার, আলবদর এবং তাদের সন্তানদের বিরুদ্ধে যদি যুদ্ধ করতে না পারি তাহলে এই দেশ থাকবে না।
এসময় আরও উপস্থিত ছিলেন মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীর, ফজলুর রহমানের স্ত্রী উম্মে কুলসুম রেখাসহ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা।