সোমবার, ১০ নভেম্বর, ২০২৫, ০১:৪১:১৩

আমরা ভারতীয় আধিপত্য ও ফ্যাসিবাদমুক্ত সংসদ চাই: হাসনাত আব্দুল্লাহ

আমরা ভারতীয় আধিপত্য ও ফ্যাসিবাদমুক্ত সংসদ চাই: হাসনাত আব্দুল্লাহ

এমটিনিউজ২৪ ডেস্ক : জাতীয় নাগরিক পার্টির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আমরা চাই একটি প্রতিনিধিত্বমূলক সংসদ গঠিত হোক, একটি ভারতীয় আধিপত্য বিরোধী সংসদ গঠিত হোক। একটি ফ্যাসিবাদবিরোধী সংসদ গঠিত হোক এবং একটি বাংলাদেশপন্থী সংসদ গঠিত হোক। সেটির জন্য যারা নিজেদের যোগ্য ও বাংলাদেশপন্থী মনে করে থাকেন তারা সংসদে আসুক।
 
রবিবার (৯ নভেম্বর) রাত ৯টার দিকে নগরীর একটি রেস্টুরেন্টের হলরুমে কুমিল্লা মহনগর, কুমিল্লা উত্তর ও দক্ষিণ জেলার সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সভায় হাসনাত আব্দুল্লাহ আরো বলেন, বিএনপি মূল রাজনীতি থেকে শহীদ জিয়াউর রহমানের আদর্শ থেকে ৫ আগস্ট পরর্বতী সময়ে অনেকে আদর্শ থেকে সরে গেছে। যারা এ পরিবেশে থাকতে স্বস্তিবোধ করছেন আমরা আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আমরা আপনাদের নমিনেশন দেব। আমরা কুমিল্লার ১১টি আসনে সৎ যোগ্য প্রার্থী দেব।

আমরা প্রথম ধাপের প্রার্থী নভেম্বরের ৩য় সপ্তাহের মধ্যে ঘোষণা করব। আমরা এ প্রার্থী ঘোষণার মাধ্যমে এনসিপির সাংগঠনিক নির্বাচনী কার্যক্রম শুরু করব। আমরা চাই আগামী সংসদ নির্বাচনে যারা বাংলাদেশপন্থী, সাম্প্রদায়িক সম্প্রীতিতে যারা বিশ্বাস করে, যারা ভারতীয় আধিপত্য বিরোধীতায় বিশ্বাস করে, যারা এই গণঅভ্যুত্থান বিশ্বাস করে, সংস্কারে বিশ্বাস করে এবং যারা এই বাংলাদেশে যে জনআকাঙ্ক্ষার কারণে এ বিপ্লব হয়েছে সেটিতে বিশ্বাস করে তাদেরকে নিয়ে আগামীর সংসদ গঠিত হোক।

ব্যারিস্টার মাজহারুল ইসলামের সভাপতিত্বে সমন্বয় সভায় আরো বক্তব্য রাখেন, এনসিপির কেন্দ্রীয় মুখ্য সংগঠক ও কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মো. আতাউল্লাহ, কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব আলাউদ্দিন মোহাম্মদ, জয়নাল আবেদীন শিশির।

কেন্দ্রীয় মুখ্য সংগঠক নাভিদ নওরোজ শাহ, কেন্দ্রীয় সদস্য হাফসা জাহান, সালাউদ্দিন জামিল সৌরভম কুমিল্লা মহানগর এনসিপির প্রধান সমন্বয়কারী মো. সিরাজুল ইসলাম প্রমুখ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে