শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫, ০১:৫৯:১৫

বাসে আগুন দিয়ে পালানোর সময় যুবকের মৃত্যু

বাসে আগুন দিয়ে পালানোর সময় যুবকের মৃত্যু

এমটিনিউজ২৪ ডেস্ক : রাজধানীর মিরপুরে একটি বাসে আগুন দিয়ে পালানোর সময় জনতার ধাওয়ায় পালাতে গিয়ে এক যুবক নদীতে ঝাঁপ দিয়ে পানিতে ডুবে মৃত্যু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির শাহ আলী থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম আজম।

‎বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাত সাড়ে ১০টায় শাহ আলী থানাধীন বেরীবাঁধে এ ঘটনা ঘটে। প্রাথমিকভাবে নিহতের নাম পরিচয় জানা যায়নি। তবে তিনি পরিবহণ শ্রমিক ছিলেন বলে শোনা গেছে।

আগুন দেয়া কিরণমালা পরিবহনের বাসটি পুড়ে গেছে জানিয়ে ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাকিবুল হাসান বলেন, ১০টা ২২ মিনিটে খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে শাহ আলী থানার পরিদর্শক (তদন্ত) মতিউর রহমান বলেন, নিহত ব্যক্তি নিজেই বাসে আগুন পরিবহন শ্রমিক এবং কিরণমালা পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে বলে জানতে পেরেছি। তবে আগুন দেওয়ার সময় স্থানীয় জনতা তাকে দেখে ফেললে তাকে ধাওয়া দেয়। 

ওই সময় পাশের তুরাগ নদীতে ঝাঁপ দিলেও সাঁতার না জানায় নদীর পানিতে ডুবে সেখানেই তার মৃত্যু হয়। পরে নদী থেকে তাকে উদ্ধার করে নিয়ে আসা হয়। ‌ নিহত ব্যক্তির মরদেহ ময়না তদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। 

তিনি আরও বলেন, এ ঘটনায় রুদ্র মোহাম্মদ নামে আরেকজনকে আটক করে স্থানীয়রা পুলিশের কাছে হস্তান্তর করেছে। আগুন দেওয়া বাসটি বেরীবাঁধ এলাকায় পার্কিং করা ছিল বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

বিষয়টি নিশ্চিত করে শাহ আলী থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম আজম বলেন, বাসে আগুন দেওয়ার ঘটনায় এক পরিবহন শ্রমিকের মৃত্যু হয়েছে। নাম পরিচয় আমরা এখনও জানতে পারিনি। হাসপাতালে আমাদের একটি দল গেছে তারা ফিরে আসলে বিস্তারিত তথ্য জানতে পারব। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে