রবিবার, ০৬ মার্চ, ২০১৬, ১২:০২:২৪

মাঠে আসছেন জিয়ার ভাই, জেনে নিন দলের নাম

মাঠে আসছেন জিয়ার ভাই, জেনে নিন দলের নাম

ঢাকা : নতুন দল নিয়ে মাঠে আসছেন প্রয়াত রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ছোট ভাই আহমেদ কামাল।  দলটির নাম ‘ন্যাশনালিস্ট পার্টি’।  শনিবার দুপুরে নতুন দল গঠনের ঘোষণা দিয়েছেন তিনি।

দলের সংস্কারপন্থী খ্যাত কয়েক নেতাকে পাশে বাসিয়ে 'শহীদ জিয়ার আদর্শ ও বিপন্ন গণতন্ত্র পুনরুদ্ধার' শীর্ষক এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন আহমেদ কামাল।

আলোচনা সভা শেষে আহমেদ কামালকে প্রশ্ন করা হয়- আপনি রাজনৈতিক দল গঠন করবেন কি? জবাবে তিনি সাংবাদিকদের বলেন, আমি নতুন দল করবো।  তবে টাইম পরে জানাবো।

বিএনপির কাউন্সিল নিয়ে কোনো প্রতিক্রিয়া আছে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি বিএনপি করি না।  আমি নতুন দল করব।  এর নাম হবে ‘ন্যাশনালিস্ট পার্টি।'

এরপর আহমেদ কামাল সাংবাদিকদের বলেন, আমি যা বলেছি, লিখিত বলেছি।  সেটাই আমার বক্তব্য।  লিখিত বক্তব্যে কোনো নতুন দল গঠনের কথা লেখা নেই।

লিখিত বক্তব্যের একপর্যায়ে মিয়ানমারের প্রসঙ্গ আসলে তিনি বলেন, অন্য দেশের বিষয়টি আমি পড়বো না।

লিখিত বক্তব্যে ভারতের প্রসঙ্গ আসলে আহমেদ কামাল এড়িয়ে যাননি। সেখানে তিনি উল্লেখ করেন, প্রতিবেশী দেশ ভারতসহ অন্য দেশগুলোর গণতান্ত্রিক চর্চা উদাহরণ হোক।

এ সময় আহমেদ কামালের দুই পাশে দলের দুই সংস্কারপন্থী- বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব আশরাফ হোসেন ও সাংবাদিক কাজী সিরাজ বসা ছিলেন।  আহমেদ কামালের বক্তব্যের আগে তারা বক্তব্য দেন।

ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনের সম্মেলন কক্ষে শহীদ জিয়া ও জাতীয়তাবাদী আর্দশ বাস্তবায়ন পরিষদ নামে একটি সংগঠনের উদ্যোগে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন আহমেদ কামালের আত্মীয় এস ইসলাম ডন, ন্যাশনাল কংগ্রেসের সভাপতি শেখ শহীদ-উজ-জামান, জাতীয় স্বাধীনতা পার্টির মহাসচিব মিজানুর রহমান মিজু, সাবেক সহকারী অ্যাটর্নি জেনারেল হোসনে আরা আহসান, কলামিস্ট আবু মহিন মুসা, অধ্যাপক মাহবুব হাসান, অধ্যাপক এমএম ইসলাম, এনামুল হক আখন্দ প্রমুখ।
৫ মার্চ,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে