এমটিনিউজ২৪ ডেস্ক : গণভোটের চারটি প্রশ্নের যে কোনো একটির সঙ্গে দ্বিমত থাকলে ‘না’ বলার সুযোগ কোথায়—এ প্রশ্ন তুলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
শনিবার (১৫ নভেম্বর) দুপুরে রাজধানীর শ্যামলীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে অসুস্থ বেতার শিল্পী আফরোজা নিজামীকে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠান শেষে তিনি এ প্রশ্ন করেন।
রিজভী বলেন, গোঁজামিল দিয়ে কিছু করা গেলেও তা কখনো স্থায়ী হয় না। ৯০ ভাগ মানুষই যদি গণভোটের উদ্দেশ্য বুঝতে না পারে, তাহলে মানুষ সেই অজ্ঞতার মধ্যেই থেকে যাবে। তিনি সাধারণ মানুষের বোধগম্যতার ভিত্তিতে গণভোটের প্রশ্নমালা তৈরির পরামর্শ দেন।
তিনি আরও বলেন, গণভোটের চারটি প্রশ্নেই ‘না’র কোনো অপশন নেই। কোনো প্রশ্নে মতভেদ থাকলে মানুষ সেই মত কীভাবে দেবে—গণভোটে তা উল্লেখ নেই।
এর আগে বেলা সাড়ে ১১ টায় রাজধানীর শ্যামলীতে পিসি কালচার হাউজিং এলাকায় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আফরোজা নিজামীর সঙ্গে সাক্ষাৎ করতে যান— ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধিদল।
মানবিক এই সাক্ষাৎ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
আফরোজা নিজামীর সঙ্গে এই সাক্ষাৎ অনুষ্ঠানে ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন দেশের গুণী এই শিল্পীর হাতে বিশেষ চিকিৎসা সহায়তা তুলে দেন। সাক্ষাৎকালে আতিকুর রহমান রুমন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহমর্মিতার বার্তা আফরোজা নিজামীর কাছে পৌঁছে দেন এবং তার পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
নব্বই দশকের জনপ্রিয় বেতারমাধ্যমে বিজ্ঞাপন তরঙ্গের ধারাবাহিক অনুষ্ঠান ও বেতার নাটকে আফরোজা নিজামী’র কণ্ঠ ভেসে আসত। তার সেই কণ্ঠের জাদুতে কেটেছে একটা প্রজন্মের রেডিও শোনা জীবন। বেতারের মাইক্রোফোনের আড়াল থেকে বলা তার কথাই এখন অনেকের শৈশবের স্মৃতি।